173201

জার্মানির আকাশে ভারতীয় বিমান ছিনতাই? আসলে কি? (ভিডিও)

এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসি-র সঙ্গে কোনওভাবেই যোগাযোগ হচ্ছিল না জেট এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-এর ফ্লাইট নম্বর ৯ডবলু-১১৮-র।
১৯৯৯ সালে ঠিক এভাবেই কাঠমান্ডু থেকে ফেরার পথে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ৮১৪ নম্বর ফ্লাইট-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। খানিক পরে ককপিট থেকে জানানো হয়েছিল, ছিনতাই করা হয়েছে বিমানটিকে।

জেট এয়ারওয়েজের ফ্লাইট নম্বর ৯ডবলু-১১৮-র যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পিছনে জঙ্গিদের হাত নেই তো? আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জার্মানির কোলন এটিসি-তে। জেট এয়ারওয়েজের এই বিমানটি মুম্বই থেকে লন্ডন যাচ্ছিল। জার্মানির উপর দিয়ে যাওয়ার সময়ে এই ঘটনা।

আতঙ্কগ্রস্ত এটিসি সঙ্গে সঙ্গে যোগাযোগ করে জার্মান এয়ারফোর্সের সঙ্গে। বিমানটিকে রাডারে চিহ্নিত করা গেলেও পাইলটের সঙ্গে কোনওভাবেই কথা বলা যাচ্ছিল না। জার্মান এয়ারফোর্সের দু’টি যুদ্ধ বিমান সঙ্গে সঙ্গে উড়ে যায়। মাঝআকাশে গাইড করতে থাকে জেট এয়ারওয়েজের বিমানকে।

১৬ ফেব্রুয়ারির এই ঘটনা রবিবারই সামনে এসেছে। জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই জেট এয়ারওজের ওই বিমানের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়। পাইলট নাকি জানান, রেডিও ওয়েভে কিছু সমস্যা হচ্ছিল। এরপরই জার্মান এয়ারফোর্সের দুই যুদ্ধ বিমান ফিরে যায়। লন্ডনে সেফ ল্যান্ডিংও করে জেট এয়ারওয়েজের বিমানটি। বিমানটিতে ৩৩০ জন যাত্রী ছিলেন। এছাড়াও ছিলেন ১৫ জন বিমানকর্মী।

জেট কর্তৃপক্ষও পরে বিবৃতি দিয়ে জানায়, রেডিও সিগন্যালিং-এ কিছু সমস্যা তৈরি হওয়ায় কিছুক্ষণের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

২০১৪ সালেও জেট এয়ারওয়েজের একটি বিমানে লন্ডন থেকে মুম্বইয়ে ফেরার পথে এই একইরকম ঘটনা ঘটেছিল। পরে জানা যায়, পাইলট হেডফোন খুলে রেখেছিলেন। হেডফোন পরলেও ভলিউম অ্যাডজাস্ট না করায় কিছু শুনতে পাচ্ছিলেন না।

https://youtu.be/P8L02tussSE

পাঠকের মতামত

Comments are closed.