173170

বল ভেবে ব্যাগ থেকে বোমা বের করল এক নাবালক, ছিন্ন ভিন্ন তার বাম হাত

বল ভেবে একটি ব্যাগ থেকে গোল একটি বস্তু বের করতে যায় মালদার নাবালক মাসুদ আলম। এরপরই গোল বস্তু অর্থাৎ বোমাটি ফেটে নাবালকের বাম হাত ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার সঙ্গে থাকা এক বন্ধু অল্প বিস্তর আঘাত পেয়েছে। তাই তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এই বোমা বিস্ফোরণের পরই তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার দুই নম্বর ব্লকের রাঙাইপুর এলাকায়।

রবিবার বিকেলে মাসুদ আলম নামে এক কিশোর ও তার দুই বন্ধু গ্রামের শেষ প্রান্তে খেলা করছিল। সেই সময় একটি কুল গাছের নিচে একটি ব্যাগের মধ্যে কিছু বল দেখতে পায়। কিন্তু সেগুলো বল বোমা ছিল সেটা তাঁরা বুঝতে পারেনি। বল ভেবে বের করতে গেলে বোমা বিস্ফোরন হয়। ফলে মাসুদের বাম হাতে
আঘাত লাগে। তাঁর সমস্ত আঙুল উড়ে যায়।
এদিকে কে বা কারা সেখানে কী উদ্দেশ্যে ব্যাগ ভর্তি বোমা রেখেছিল তা জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

পাঠকের মতামত

Comments are closed.