173167

এক মাসে কী পেলেন ট্রাম্প?

নূসরাত জাহান: শপথ গ্রহণের পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজনীতির ভাবমূর্তি পরিবর্তেনের অঙ্গীকার করেছেন। একইসঙ্গে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন। হোয়াইট হাউসে এসেছেন মাত্র চার সপ্তাহ। এর মধ্যেই অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। বিতর্কের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অভিবাসন নিয়ে তার প্রশাসনিক নির্দেশ আটকে দিয়েছে আদালত।। এরপরও তিনি বলছেন, ‘অভাবনীয় অগ্রগতি’ হয়েছে। কারণ এই সময়ের মধ্যে তিনি দুই ডজন নির্বাহী আদেশে সই করেছেন। আরো কয়েকটি বিল সইয়ের অপেক্ষায় রয়েছে। একই সময়ে মধ্যে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ওবামাও তা করতে পারেননি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প এক মাসের মধ্যে কতটা অর্জন করেছেন? বিশেষজ্ঞরা বলছেন, আসলে তার তর্জন-গর্জনই সার।

বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার একতরফা নির্বাহী আদেশ ও মেমোরেনডাম মানতে বাধ্য করতে পারেন। এটি কিছু ক্ষেত্রে কংগ্রেসকে পাস কাটিয়ে কিছু নীতি পাস করাতে পারবেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার এক মাসের মধ্যে যা যা করছেন এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এত স্বল্প সময়ের মধ্যে এমন পদক্ষেপ নেননি।

ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্যিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারা করে নেয়। এরপর দুটি বিতর্কিত পাইপ লাইন নির্মাণের নির্দেশ দেন।

২০ জানিুয়ারি ট্রাম্প যখন ক্ষমতা নিয়েছিলেন তখন তার জনপ্রিয়তা এর আগে যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় খুবই কম ছিল। মাত্র ৪০ শতাংশ জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসেন। যেখানে বেশিরভাগ প্রেসিডেন্ট তার শাসনামল শুরু করে জনসমর্থন নিয়ে। তবে তিনি সেই সব জরিপ নাকচ করে দেন। তার শপথের দিন লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছিলেন।

২০০৯ সালে প্রথমবার যখন ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তখন বিশ্বজুড়ে অথীনৈতিক মন্দা চলছে। ১৯৩০ দশকের পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ মন্দা। অর্থনৈতিক মন্দার কারণে ৮ লাখ মার্কিনি চাকরি হারান। পরে অনেক চেষ্টা করে ওবামা প্রশাসন সেই অবস্থা থেকে বের হয়ে আসেন। তার দুই আমল মিলিয়ে তিনি এক কোটি ১৩ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তবে ক্ষমতায় এসেই ট্রাম্প আরও আড়াই কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেঠেন। তবে এক মাসের মধ্যে এখনও তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।

সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসনে কোনো সমস্যা নেই। বরং সব কিছুই চলছে ছন্দমাফিক। ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্র জুড়ে শুধুই অরাজকতা আর বিশৃঙ্খলা চলছে— সংবাদমাধ্যমের এই অভিযোগের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘অরাজকতা তো উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এত অল্প সময়ের মধ্যে এত কাজ কারও এর আড়ে কারো আমলে হয়নি।’ সূত্র: বিবিসি।

পাঠকের মতামত

Comments are closed.