173191

“আমার স্পর্শকাতর জায়গাটা হলো ফোক”

গাজী খায়রুল আলমঃ বর্তমান প্রজন্মের প্রিয় শিল্পী তানিশা থান। ভালোবাসা দিবসে বংগবিডির ইউটিউব চ্যানালে মুক্তি পেয়েছে ‘দয়া মায়া নাই‘ ও আমার যত আলো“ শিরোনামের দুটি গান। সামনে আসছে তার একটি সলো এ্যালবাম। এই নিয়ে শিল্পী কথা বলেছেন আমাদের সময় ডট কমের সাথে।

 
-গানের জগতে পথচলা কিভাবে?
তানিশা- ছোটবেলা থেকে গান শিখতাম এখনো ওস্তাদ সঞ্জীব দের কাছে তালিম নিয়ে যাচ্ছি।

-ভালোবাসা দিবসে আপনার দুটি মিউজিক ভিডিও এসেছে, কেমন সাড়া পাচ্ছেন?
তানিশা- দুটি মিউজিক ভিডিও বংগবিডির ব্যানারে ইউটিউবে রিলিজ হয়েছে। শ্রোতাদের কাছে ভালো রেস্পন্স পাচ্ছি।আর সলো এ্যালবামের কাজ চলছে।

-কোন ধরনের গান করতে ভালোবাসেন?
তানিশা- ফোক গান! আমার প্রাণের স্পর্শকাতর একটা জায়গা ফোক। এ ছাড়া অন্যান্য ক্লাসিকাল গান তো করাই হয়।

-অচিনপুর নামেতো আপনার একটি ব্যান্ড দল আছে। এটার শুরু?
তানিশা- অচিনপুর একটি ফোক ফিউশন ব্যান্ড। পাঁচ জন মেম্বার নিয়ে এই ব্যান্ড এর পথ চলা ২০১০ থেকে। কাজ করে যাচ্ছি ,এই তো।

                              

-গানের পাশাপাশি আর কিছু?
তানিশা- পড়াশোনা নিয়ে ব্যস্ততা। বিবিএ করছি, ৩য় বর্ষ তেজগাঁও মহিলা কলেজে।

-আপনার প্রিয় লেখক?
তানিশা- প্রিয় লেখক চোখ বন্ধ করে হুমায়ূন আহমেদ এবং সমরেশ মজুমদার। কবিতায় নির্মলেন্দু গুণ ও রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।

-আপনার প্রিয় গায়ক, অভিনেতা, খেলোয়াড়?
তানিশা- প্রিয় গায়ক স্পেশাল করে কার কথা বলব? আমি সব ধরনের ভালো গানের শ্রোতা। মানসম্মত গান অনেক অখ্যাত শিল্পীও গাইতে পারে। প্রচারের কারণে হয়তো কেউ বিখ্যাত হয়ে ওঠে আবার কেউ অখ্যাত রয়ে যায়। অভিনেতার মধ্যে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম আরও অনেকেই। এই মুহূর্তে মনে পড়ছে না। আর খেলোয়াড়ের মধ্যে সাকিব আল হাসান, মুসফিকুর রহমান, ড্যানিয়েল ভেট্টরি।

-দেশে ঘুরে বেড়ানোর প্রিয় জায়গা কোনটি?
তানিশা- আমার তো সারা দুনিয়া ঘুরে বেড়াতে ইচ্ছে করে।

– পছন্দের খাবার?
তানিশা- অনলি পিজ্জা। আমার ফেসবুকে শুধু পিজ্জার ছবিই পাওয়া যায়।

-অনুপ্রেরণায় কারা?
তানিশা- মা সাথে থেকে পরিশ্রম করে সাপোর্ট করে। আর বাবা মানসিক  ভাবে। দুজনের অনুপ্রেরণা আমার সাথে আছে আলহামদুলিল্লাহ।

– হারিয়ে যাওয়া কোন সময়টা নিয়ে ভাবেন?
তানিশা-অবশ্যই স্কুল লাইফ।

পাঠকের মতামত

Comments are closed.