172031

সামান্য একটি মাছ যা হয়ে উঠতে পারে আপনার দুঃস্বপ্নের কারন

নেশার করার অনেক রকম উপাদানের সঙ্গেই আমরা অনেকেই পরিচিত। ড্রাগ, মদ, গাঁজা, হেরোইন, কোকেন। কিন্তু জানতেন কি মাছ দিয়েও নেশা করা যায়? আজ্ঞে হ্যাঁ, আফ্রিকার আটলান্টিক কোস্টওয়েস্ট এবং মেডিটেরানিয়ান সমুদ্র পাওয়া যাওয়া আপাত নিরিহ এই মাছটি দেখতে যতই সুন্দর এবং শান্ত স্বভাবের হোক না কেন, এই মাছটি খাওয়ার পর আপনার ধারনা বদলে যেতে বাধ্য। মাছটির নাম “সারপা সালপা” আরবি ভাষায় যার মানে “একটি মাছ যা স্বপ্ন দেখায়”। কিন্তু মজার বিষয় হল সবাই কিন্তু এই মাছটির দ্বারা নেশাগ্রস্ত হন না।

বিজ্ঞানীরা এখনও গবেষণা করে চলেছেন এই মাছটি খেয়ে নেশা হওয়ার কারন নিয়ে। ২০১২ সালে প্রকাশিত হওয়া একটি রিপোর্ট অনুযায়ী কিছু বিজ্ঞানি মনে করেন, এই মাছটি কিছু বিশেষ ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন খায়। যাতে প্রচুর পরিমানে টক্সিন এবং অ্যালকালয়েডস থাকে। আবার অনেকে মনে করেন, আবহাওার তারতম্যের কারনেও এই মাছটির শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে। বসন্তকালে এবং গরমে যদি এই মাছটি ধরা হয় তাহলে তা অতিরিক্ত পরিমানে টক্সিন যুক্ত হয় যা খাওয়ার ফলে মানুষের শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেয়।

পাঠকের মতামত

Comments are closed.