172027

মাত্র ৫০০ টাকার বিনিময়ে লাভ করুন বন্দি জীবনের অভিজ্ঞতা

কারারুদ্ধ বন্দিদের জীবন সম্পর্কে আমরা কত কথাই না শুনে থাকি। কখনও কখনও বিশেষ অনুমতি নিয়ে জেলে গিয়ে তাদের বন্দি জীবন স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারি। কিন্তু তা মাত্র কিছুক্ষণের জন্য। একটা গোটা দিন তারা কিভাবে কাটায় তা যদি জানা ইচ্ছা হয়, সেই ইচ্ছা পুরণও সম্ভব। আজ্ঞে হ্যাঁ, এটা মোটেও অবাস্তব নয়। ভারতে আছে এমন একটি জেল যেখানে আপনি ভাড়া দিয়ে একটা গোটা দিন স্বেচ্ছায় বন্দি জীবন জাপন করতে পারেন।

তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেল পৃথিবীর একমাত্র জেল যেখানে টাকার বিনিময়ে একদিনের জন্য বন্দিদের সঙ্গে সাধারন মানুষ স্বেচ্ছায় বন্দি জীবন যাপন করতে পারেন। প্রায় দুই শতক আগে নির্মিত হওয়া জেলটিতে ২০১২ পর্যন্ত এই নিয়ম বহাল ছিল। মাঝে কিছু দিনের জন্য এই নিয়ম বন্ধ হলেও ২০১৬ সালের আগস্ট মাস থেকে নতুন করে শুরু হয়।৫০০ টাকার বিনিময়ে ২৪ ঘন্টা বন্দিদের সঙ্গে থাকার অনুমতি মেলে।

রেজিস্টার করানোর পর ইচ্ছুক ব্যাক্তির সঙ্গে থাকা সব কিছু জিনিস সেলারদের হাতে তুলে দিতে হবে। এরপর বন্দিদের মত নম্বর দিয়ে ব্যারাকে পাঠানো হবে, ও বন্দিদের জন্য রাখা জামা কাপড় বিছানার চাদর, বাসনপত্র দেওয়া হবে। এমনকি বন্দিদের জন্য বরাদ্দ কাজ সেগুলি ইচ্ছুক ব্যাক্তিদেরও করতে হবে। তবে যদি ইচ্ছা হয় ২৪ ঘন্টা শেষ হওয়ার আগেই বেরিয়ে আসতে পারেন, কিন্তু তার জন্য ফাইন দিতে হবে। এই উদ‌্যোগটি নেওয়ার পিছনে মূল উদ্দেশ্যটি হল বন্দিদের প্রতি সহানুভুতিশীল মনভাব সৃষ্টি করা এবং সারা দেশ জুড়ে বেড়ে চলা অপরাধ কমানোর একটি প্রয়াস।

পাঠকের মতামত

Comments are closed.