172036

বেআইনি অস্ত্র মামলায় বেকসুর খালাস সলমন খান

বেআইনি অস্ত্র মামলাতে অব্যাহতি পেলেন সলমান খান। এদিন যোধপুর আদালতে এই অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সলমন খান। সেই মামলা থেকে আদালত বেকসুর খালাস দেয় বলিউড তারকাকে।

১৮ বছরের পুরানো কৃষ্ণসার হরিণ হত্যা সংক্রান্ত অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আজ রায় ঘোষনা করে যোধপুর আদালত। রায়দানের সময় আদালতে হাজির ছিলেন সলমন খান নিজেই। আদালতের নির্দেশ ঘোষণার আগেই তিনি যোধপুর পোঁছে গিয়েছেলেন।

১৯৯৮ সালে সলমনের বিরুদ্ধে যোধপুরের কাছে কাঙ্কানি নামের একটি অঞ্চলে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ছিল শিকারের সময় যে পিস্তল ব্যবহার করা হয়েছিল তার লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। ১৯৯৮ সালের ১৫ অক্টোবর অস্ত্র আইনের দুটি ধারায় সলমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যোধপুর আদালত সলমনকে এই রায়ে অব্যাহতি দিলেও রাজস্থান সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দারস্থ হতে চলেছে।

পাঠকের মতামত

Comments are closed.