172004

গরিব এবং বড়োলোকের ব্যাবধান কতটা তা বুঝিয়ে দিল এই সমীক্ষা

গরিব এবং বড়োলোকের মধ্যে তফাত কতটা তা নিয়ে আলোচনা শেষ হবে না বলেই মনে হয়। আর পৃথিবী থেকে গরিব এবং বড়োলোক কেউই মুছে যাবে না। এবং এই আলোচনাও কোনোদিন বন্ধ হবে না। এর উত্তর আসলে সময়ই দেবে। কিন্তু এই মুহুর্তে গরিব বড়োলোকের যা তফাত সামনে আসছে তা অবাক করার মতোই। এবং এই প্রতিবেদনটি পড়লেই বুঝবেন সেই ব্যবধান কতটা।

ফোর্বসের বড়লোকদের তালিকা এবং তাঁদের সম্পত্তির পরিমাণ দেখে জানা যাচ্ছে, এই পৃথিবীর অর্ধেক জনসংখ্যার মানুষের সম্পত্তির পরিমাণের সমান সম্পত্তি রয়েছে এই পৃথিবীরই মাত্র আট জন মানুষের কাছে! হ্যাঁ, ঠিক পড়লেন। এই আটজনের মধ্যে রয়েছেন মাইক্রোসফটের বিল গেটস। ফেসবুকের মার্ক জুকেরবার্গ। আমাজন ডট কমের জেফ বিজেস। এই আট জনের মধ্যে ছয় জনই আমেরিকার। বাকি দুজনের একজন মেক্সিকো এবং আরেকজন স্পেনের।

পাঠকের মতামত

Comments are closed.