172008

আপনি জানতেনও না টেস্ট টিউব বেবির শ্রষ্ঠা একজন বাঙালি

১৯৩১ সালে কলকাতায় জন্ম গ্রহণ করেন ডাঃ সুভাষ মুখোপাধ্যায়। তাঁর হাত ধরেই সৃষ্টি হয় টেস্ট টিউবের সাহায্যে শিশুর জন্মদান। এই ইতিহাস তৈরিতে তাঁর পাশে ছিলেন আরও দুজন চিকিৎসক। ক্রাইয়োবায়োলজিস্ট ডাঃ সুনিত মুখার্জী এবং স্ত্রীরোগ বিশেসজ্ঞ ডাঃ সরোজ কান্তি ভট্টাচার্য।

ব্রিটিশ চিকিৎসক প্যাট্রিক স্টিপ্টো এবং রবার্ট এডওয়ার্ডের পর তিনিই হলেন তৃতীয় যিনি ইন ভিত্রো ফার্টিলাইজেশন (আই.ভি.এফ.), পদ্ধতি নিয়ে গবেষণা করেন। যার ফলপ্রশু, ভারতের প্রথম টেস্ট টিউব বেবি ‘দূর্গা’, পৃথিবীর আলো দেখে। তাঁর তৈরি পদ্ধতি আই.ভি.এফ. এবং মানব ভ্রুণের কিয়োপ্রিজারভেশন বর্তমান চিকিৎসকদের কাছে সবথেকে বিশ্বাসযোগ্য পদ্ধতি।

বর্তমানে সারা বিশ্বে লক্ষ লক্ষ টেস্ট টিউব বেবি পৃথিবীর আলো দেখছে, তার পিছনে এই বাঙালি চিকিৎসক ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের অবদান অতুলনীয়।

পাঠকের মতামত

Comments are closed.