171987

শো চলা কালীন এক মহিলাকে শ্লীলতাহানী হওয়া থেকে বাঁচালেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম

পাকিস্তানের করাচি অনুষ্ঠান করতে গিয়ে একজন মহিলা অনুরাগিকে অনুষ্ঠান চলাকালিন শ্লীলতাহানী হওয়া থেকে উদ্ধার করলেন ভারত পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় গায়ক আতিফ আসলাম।

ঘটনাটি ঘটে গত শনিবার। ৩৩ বছর বয়সী গায়ক অনুষ্ঠান চলাকালীন লক্ষ্য করেন দর্শক আসনে কিছু গন্ডোগোল হচ্ছে। তিনি তখনই তাঁর মিউজিসিয়ানদের থেমে যেতে বলেন এবং স্টেজ থেকে নেমে ঘোষণা করেন মেয়েটিকে হেনস্থা করা বন্ধ করতে। তিনি বলতে থাকেন, “তোমরা কি কখনও মেয়ে দেখনি? তোমাদের মা বোনেরাও তো এখানে থাকতে পারত।” এরপর তিনি আক্রান্ত মহিলাটিকে স্টেজে তুলে নেন এবং আয়োজনকারীদের বলেন, মেয়েটির দর্শক আসন বদল করে দিতে।

দ্বিতীয়বার শো শুরুর আগে তিনি ছেলে গুলির উদ্দেশ্যে বলেন, “মানুষের বাচ্ছা তৈরি হও”। দর্শকরা সেই সময় তাঁর এই কাজের উচ্চস্বরে সমর্থন করতে থাকেন।

পাঠকের মতামত

Comments are closed.