171976

বিশ্বের ১৪ টি গোপন জায়গা যেখানে আপনার প্রবেশ মানা (প্রথম পর্ব)

শ্রেয়সী ঘোষ:
প্রথম পর্বে রইল বিশ্বের ৫ টি গোপন স্থানের হদিশ যেখানে আমার আপনার প্রবেশ নিষিদ্ধ।

নর্থ সেন্টিনেল আইল্যান্ড:
ভারত মহাসাগরে অবস্থিত বিশ্বের অন্যতম সুন্দর একটি আইল্যান্ড হল নর্থ সেন্টিনেল আইল্যান্ড। কিন্তু দুঃখের বিষয় হল আপনি সেখানে যেতে পারবেন না। এই আইল্যান্ডটি গভীর জঙ্গলে অাচ্ছাদিত এবং অসম্ভব সুন্দর অনেকগুলি সমুদ্র সৈকত দিয়ে ঘেরা। কিন্তু প্রধান কারন হল সেখানকার মানুষজন। বহির্জগতের মানুষ দেখলেই তারা তাদের আক্রমন করে এবং মেরে ফেলে। এখানে স্থানীয় বাসিন্দারা বহিঃপৃথিবীর সঙ্গে সমস্ত যোগাযোগ বর্জন করেছে। এমনকি, আধুনিক সভ্যতার সমস্ত কিছু তারা বর্জন করেছে। তারা এতটাই ভয়ানক যে তাদের এলাকার মধ্যে যদি কোনো হেলিকপ্টার অথবা প্লেন দেখতে পায় সেগুলিকে লক্ষ্য করে বড় বড় পাথর এবং আগুনের গোলা ছুঁড়ে মারে। ভারত সরকার এই স্থানটিকে সংরক্ষন করলেও স্থানীয় লোকেদের হিংস্রতা এবং ভয়াবহতাই সভ্যতাকে এর থেকে দূরে রেখেছে।

স্ভালবার্ড গ্লোবাল সিড সেফ (নরওয়ে):
নরওয়ের নোহাস আর্কে অবস্থিত স্ভালবার্ড গ্লোবাল সিড সেফ শুধুমাত্র বীজ সংরক্ষণের জন্য সংরক্ষিত একটি অঞ্চল। সারা বিশ্বের সমস্ত উদ্ভিদের বীজ সংরক্ষন করে রাখা হয় ভবিষ্যতে ব্যবহারের জন্য। এই সুবধাই আমাদেরকে ভরসা যোগায় যে ভবিষ্যতে যদি উদ্ভিদের অবলুপ্তি ঘটে তাহলে আমরা কোনো না কোনো ভাবে এই সংরক্ষিত বীজ গুলির সাহায্যে নতুন করে তাদের বাঁচিয়ে তুলতে পারি। চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থাই এই অঞ্চলে যে কোনো কারুর প্রবেশে বাধা দেয়। তবে আপনি স্ভালবার্ড গ্লোবাল সিড সেফ অনলাইন ভিজিট করতেই পারেন।

 

কোকাকোলা রেসিপি সেফ (জর্জিয়া, ইউএস):
গত ১০০ বছর ধরে কোকাকোলা কোম্পানি প্রতিটি মানুষের কাছে পরিচিত। এবং বিশ্বের সেরা নরম পানীয় প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থাটি গত ১২৫ বছর ধরে তাদের “সিকরেট রেসিপি” এবং তার উপাদানগুলি সংরক্ষন করে চলেছে। আটলান্টার এক গোপন স্থানে এই রিসিপিটি সংরক্ষণ করা আছে। কিছু মানুষের দাবি এই স্থানটি পৃথিবীর সবথেকে গোপন একটি স্থান। যদিও কোকাকোলা সংস্থা তাদের রেসিপিটি দর্শনীয় বস্তু হিসাবে সংরক্ষণ করে রেখেছে, যেখানে সাধারন মানুষ কোকাকোলা প্রস্তুত করা দেখতে পারেন। কিন্তু বহু মানুষ বিশ্বাস করেন যে, কোম্পানি এটি তৈরি করেছে শুধুমাত্র কৌতুহলি মানুষদের থেকে টাকা আয়ের জন্য। কিন্তু আসল রেসিপিটি সংরক্ষণ করা আছে আটলান্টাতেই।

দ্য হোয়াইট জেন্টলমেন ক্লাব (ইংল্যান্ড):
ইংল্যান্ডের একটি গোপন ক্লাব হল দ্য হোয়াইট জেন্টলমেন ক্লা্ব যা অত্যন্ত পরিচিত এবং ৩২০ বছর ধরে অবস্থান করছে। সমাজের উচ্চবিত্ত মানুষদেরই সেখানে প্রবেশের অধিকার আছে। মহিলা এবং সাধারণ মানুষের জন্য এই ক্লাবের দরজা বন্ধ। ইংল্যান্ডের প্রাক্তণ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামারন এই ক্লাব থেকে পদত্যাগ করেন। কারন তিনি মনে করতেন এই ক্লাবটি আধুনিক চিন্তাভাবনা এবং সভ্যতার বিরোধী। একটা সাধারন মানুষের পক্ষে ইংল্যান্ডের রানী পদে বসা এবং নাইট উপাধি পাওয়া যতটা শক্ত ততটাই এই ক্লাবের সদস্যপদ পাওয়া শক্ত।

ডিজনিল্যান্ড ক্লাব ৩৩ (ইএস):
ডিজনিল্যান্ডের একটি গোপন ক্লাব হল ক্লাব ৩৩ যার সদস্যরাই একমাত্র এর উপস্থিতি সম্পর্কে জানেন। ১৯৬৭ সালে ওয়ার্ল্ড ডিজনি এর স্থাপন করেন। এই ক্লাবটি বিনোদন জগতের লগ্নিকারী সংস্থা, রাজনীতি বিদ এবং সেলিব্রিটিদের জন্যই তৈরি করা হয়েছে। এই ক্লাবটি আদতে যে কোথায় অবস্থিত তার কোনো নির্দেশ বা চিহ্নই কোনো ম্যাপেই উল্লেখ করা নেই। তা স্বত্ত্বেও কিছূ ক্লাবের কিছু সদস্য আপনাকে ক্লাবে প্রবেশ পথ বাতলে দিতেই পারেন। যদিও বাকিরা সেই স্থানটির অস্তিত্ব সম্পর্কে অস্বীকার করেন।

পাঠকের মতামত

Comments are closed.