171995

মহিলাদের অসম্মান করলে নিজের ছেলেদের শিরচ্ছেদ করতেও ভয় পাবেন না শাহরুখ

সারা দেশ জুড়ে বেড়ে চলা মহিলাদের উপর নির্যাতন ও শোষণ নিয়ে বহু বিশিষ্ট ব্যাক্তির পাশাপাশি বলিউডের অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খানের মত তাবড় অভিনেতারা এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছেন। যেমন সাম্প্রতিক কালে বর্ষবরণ উৎসবের প্রাক্কালে বেঙ্গালুরুতে গণ শ্লীলতাহানীর ঘটনার বিরুদ্ধে অক্ষয় কুমার তিব্র নিন্দা জানিয়েছিলেন একটি একটি ভিডিওর মাধ্যমে। এমনকি ট্যুইটারের মাধ্যমে এটা বলতেও পিছপা হননি, “পশুরা মানুষের থেকে অনেক ভাল।”

দুই পুত্র সন্তানের পিতা সাম্প্রতিক ফেমিনার একটি সাক্ষাৎকারে জানান, “আমি আরিয়ান এবং আবরামকে বলেছি কখনও কোনো মহিলাকে আঘাত করবে না। যদি কর আমি তাহলে তোমাদের শিরচ্ছেদ করতেও ভয় পাব না। আর সময় কখনই পরিবর্তন ঘটে না। একটি মেয়েকে সবসময়ই সম্মান জানাও। কখনই তাঁকে তুই তোকারি করবে না। সম্মান দিয়ে কথা বলতে শেখ।” এমনকি দিল্লির “নির্ভয়া কাণ্ড” নিয়ে বলেছিলেন, “এরপর থেকে পুরুষ হিসাবে নিজের মেয়ের সামনে দাঁড়াতে আমি লজ্জা পাব।”

শুধুমাত্র ব্যাক্তি জীবনেই নয় কর্মজীবনেও শাহরুখ এই দর্শন মেনে চলেন। এমন ছবির অফার তিনি ফিরিয়ে দিয়েছেন যেখানে কোনো মহিলাকে অসম্মানের দৃশ্য আছে। একটি ব্যাক্তিগত ঘটনার কথা তিনি জানিয়েছেন, ‘যব তক হ্যায় জান’-এর একটি দৃশ‌্য নিয়ে পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে তাঁর ঝগড়াও হয়ে গিয়েছিল। দৃশ্যটিতে রয়েছে তিনি পাঞ্জাবিতে তাঁর মাকে বলছেন, “তু কেয়া কর রহি হ্যায়”। তিনি বলছেন, “আমি পর্দাতে কিভাবে নিজের ‘মা’-কে ‘তুই’ বলে সম্মধন করব! কিন্তু ওঁরা আমাকে জোর করেছিল এই দৃশ্যটি করার জন্য।” শুধু এটাই নয় তিনি তাঁর প্রত্যেক সিনেমাতে তাঁর সহঅভিনেত্রীর নাম নিজের নামের আগে রেখে তাঁকে সম্মান জানান।

পাঠকের মতামত

Comments are closed.