171998

বলিউডের কাপুর বংশের ইতিবৃত্ত

বলিউড যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই শুরু হয়েছে কাপুর বংশের রমরমা। কিন্তু এত বড় কাপুর বংশের কে কার আত্মীয় এবং কার সঙ্গে কি সম্পর্ক কি আছে তা অনেকেই জানেন না। আজও এই নিয়ে চায়ের কাপের সঙ্গে তর্কের তুফান ওঠে। জেনে নিন কাপুর খানদানের সম্পর্কের কথা…

বলিউডে কাপুর বংশের শুরু হয় পৃথ্বীরাজ কাপুরের হাত ধরে। যিনি ছিলেন ভারতীয় থিয়েটারের প্রবর্তক। এবং পৃথ্বী থিয়েটারের প্রবক্তা। ভারতের প্রথম সিনেমা “আলম আরা”-তে তিনি অভিনয় করেন। তাঁর তিন ছেলে হলেন, রাজ কাপুর, সাম্মি কাপুর এবং শশি কাপুর। ভারতীয় চলচিত্রের ইতিহাসে এই তিনজনেরই প্রভুত নাম আছে। সাম্মি কাপুর এবং শশি কাপুরের বংশধদের বলিউডে তেমন কোনো ছাপ নেই। কিন্তু রাজ কাপুরের উত্তরসূরীদের মধ্যে তাঁর তিন ছেলে রণধীর কাপুর, ঋষি কাপুর এবং রাজিব কাপুরের বলিউডের বিক্ষাত মুখ। রণধির কাপুরের দুই মেয়ে করিশ্মা এবং করিণা কাপুরও বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুর বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম সেরা মুখ। এই কাপুর খানদানের বিখ্যাত প্রতিষ্ঠানের নাম “আরকে ফিল্মস” যা এখন বন্ধ করে দেওয়া হয়েছে।

এই কাপুর খানদানের দুর্সম্পকের আত্মীয়রা হলেন বলিউডের আর এক কাপুর বংশ। পৃথ্বীরাজ কাপুরের দুর্সম্পর্কের তুতোভাই হলেন, অনিল কাপুরের বাবা সুরিন্দর কাপুর। সুরিন্দর কাপুরের তিন ছেলে বনি কাপুর, অনিল কাপুর এবং সঞ্জয় কাপুর। বনি কাপুরের ছেলে হল‌েন বলিউড তারকা অর্জুন কাপুর। অনিল কাপুরের মেয়ের নাম বলিউড অভিনেত্রী সোনাম কাপুর। এবং সাম্প্রতিক “মিরজিয়া” সিনেমা দিয়ে অভিষেক ঘটেছে অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের। কি এবার বুঝতে পারলেন তো বলিউডের কাপুর খানদানে কার সঙ্গে কি সম্পর্ক?

পুনশ্চ জিতেন্দ্রর (কাপুর) সঙ্গে এই কাপুর বংশের কোনো সম্পর্ক নেই।

পাঠকের মতামত

Comments are closed.