171972

জানেনকি বৃহস্পতিতে হিরের বৃষ্টি হয়?

মহাজাগতিক ঘটনা সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। এমন অনেক ঘটনা আছে যা শুনলে আমরা ভাবতেই পারি না এরকমও হতে পারে। বিজ্ঞানীরা এই সমস্ত ঘটনার নেপথ্য কারন জানার জন‌্য তাঁদের সারা জীবন গবেষনাতেই উৎসগ্র করে দেন, যাতে এই সমস্ত রহস্যের উদঘাটন করা যায়। যখনই তারা এই রহস্যের উদঘাটন করতে পারেন, তখনই তা হয়ে ওঠে বিরল ঘটনা। কিন্তু তা স্বত্ত্বেও এমন কিছূ সত্য ঘটনা আছে, যা আমাদের হতভম্ব করে দেয়। এখানে রইল এমন ১০ টি ঘটনা যা বিশ্বাস করার মতো না হলেও সত্যি…
১) ১৯৩২ সালে অস্ট্রেলিয়ায় এমু পাখিদের সঙ্গে অস্ট্রেলিয়ান আর্মিদের যুদ্ধ লাগে। সেই যুদ্ধে এমুরা জয়ী হয়।

২) ২০০৭ সালে ইরানে ১৪ টি কাঠবিড়ালি গ্রেফতার হয়, বিদেশী সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে।

৩) যদি আপনি ফিনল্যান্ড থেকে নর্থ কোরিয়া যেতে চান, তাহলে আপনাকে মাত্র একটি দেশ পেরতে হবে। তা হল রাশিয়া।

৪) একটি কাঁচের তৈরি বল একটি রবারে বলের তুলনায় অনেক গুণ বেশী লাফায়। এটা তখনই সম্ভব যদি কাঁচের বলটি ভেঙে না যায়।

৫) দেশলাই কাঠির অনেক আগে লাইটার আবিষ্কার হয়েছিল।

৬) নীল আমস্ট্রংকে চাঁদ থেকে ফিরে আসার পর বিমান বন্দরে কাস্টমস এবং ইমিগ্রেশন ক্লিয়ার করতে হয়েছিল।

৭) সৌদি আরব অস্ট্রেলিয়া থেকে উট আমদানি করে।

৮) একএকটি মেঘের গড় ওজন ১.১ মিলিয়ন পাউন্ড, যা ১০০ টি হাতির ওজনের সমান।

৯) লবস্টাররা কখনোই প্রাকৃতিক কারনে বা বার্ধক্য জনিত কারনে মারা যায় না। তারা মারা যায় মানুষের কারনেই।

১০) এই তথ্যটি জানলে আপনার এমন একটি জায়গায় যেতে ইচ্ছা করবে যেখানে যাওয়া অসম্ভব। তথ্যটি হল বৃহস্পতি গ্রহে হিরের বৃষ্টি ঝরে।

পাঠকের মতামত

Comments are closed.