171938

জানেন কেন শুক্রবার করেই সিনেমা মুক্তি পায়?

কখনও আপনি ভেবেছেন শুক্রবারেই কেন সিনেমা মুক্তি পায়? শুধুমা্ত্র কি সপ্তাহের শেষ বলেই? নাকি সেখানে আরও কোনো কারন আছে? দেখে নিন শুক্রবারে সিনেমা মুক্তির বাকি দিক গুলিও:

বেশীরভাগ মানুষই জানেন শুক্রবার সিনেমা মুক্তির প্রচলন এসেছে হলিউডের হাত ধরে। হলিউড সিনেমা “গন উইথ দ্য উইন্ড” মুক্তি পায় ১৫ ডিসেম্বর ১৯৩৯ শুক্রবার। যদিও ভারতে ১৯৫০ সালের পর থেকে শুক্রবার করে সিনেমা মুক্তি শুরু হয়। “নীলকমল” মুক্তি পায় ২৪ মার্চ ১৯৪৭ সোমবার। আর “মুঘল-ই-আজম” রিলিজ করে ১৯৬০ সালের ৫ আগস্ট শুক্রবার। তাহলে বোঝাই যাচ্ছে ১৯৫০ সালের পর থেকে আমরা ব্রিটিশ-আমেরিকান উত্তরসূরী হয়ে উঠেছি।

পাঠকের মতামত

Comments are closed.