171851

স্মার্টফোন গরম হয়ে যায়? আমাদের এই স্টেপ গুলি দেখুন তাহলে

কথা বলার সময় বা চার্যিংয়ের সময় আপনার স্মার্ট ফোন মাঝে মধ্যেই গরম হয়ে যায়। মোবাইলের হার্ডওয়ার ইস্যুর জন্যই এই গন্ডোগোলটি হয়ে থাকে।

কিন্তু তা সত্ত্বেও একটু চেষ্টা করলেই অনেক ক্ষেত্রে স্মার্টফোনের গরম হওয়া আটকানো সম্ভব। কী উপায়ে তা সম্ভব দেখে নিন:

১) চার্জ দেওয়ার সময় ফোনের কভার খুলে রাখবেন। কভার থাকায় উৎপন্ন তাপ বেরতে না পেরে মোবাইল ফোন গরম হয়ে যায়।

২) চার্জ দেওয়ার সময় কোনও শক্ত জিনিসের (যা তাপের সুপরিবাহী) উপর রাখুন ফোনটি। তা না হলে উৎপন্ন তাপ মোবাইল ফোনেই আটকে থাকবে। ফোন গরম হয়ে উঠবে।

৩) রাতভর চার্জ দেওয়ার অভ্যাস বদলান। মোবাইল অত্যধিক গরম হওয়া ছাড়াও এতে ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়।

৪) স্মার্টফোনে এমন কিছু অ্যাপ আমরা ডাউনলোড করে থাকি যার জন্য খুব তাড়াতাড়ি যেমন চার্জ শেষ হয়ে যায়, আবার তা মোবাইল ফোনকে খুব দ্রুত গরমও করে তোলে। এমন অ্যাপ থাকলে জলদি আনইনস্টল করুন।

৫) সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন। কারণ সূর্যের আলো ফোন ব্যাটারির ক্ষতি করে।

৬) অন্যের ব্যাটারি এবং চার্জার ব্যবহার না করাই ভাল। এতে হ্যান্ডসেট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

৭) চার্জ দেওয়ার সময় ফোনের কভার খুলে রাখবেন। কভার থাকায় উৎপন্ন তাপ বেরতে না পেরে মোবাইল ফোন গরম হয়ে যায়।

৮) চার্জ দেওয়ার সময় কোনও শক্ত জিনিসের (যা তাপের সুপরিবাহী) উপর রাখুন ফোনটি। তা না হলে উৎপন্ন তাপ মোবাইল ফোনেই আটকে থাকবে। ফোন গরম হয়ে উঠবে।

পাঠকের মতামত

Comments are closed.