171854

ত্বকের পোড়া ভাব কমান আনারসের মাধ্যমে

আনারস অত্যন্ত সুস্বাদু একটি ফল যা আমাদের হাতের কাছে সব সময়ই প্রায় পাওয়া যায়। আনারস যেমন খেতে দারুণ তেমন এর আরও অনেক গুণ আছে। খাদ্য হিসাবে এর পুষ্ট গুনও অনেক। বিভিন্ন রান্নাতেও ব্যবহার করা হয় এই আনারস। কিন্তু আপনি কি জানেন রান্ন খাওয়া ছাড়াও এটা ব্যবহার করা হয় রূপচর্চাতে। এমনকি রূপচর্চাতে এর জুড়ি মেলাও ভার। কিভাবে রূপচর্চাতে আনারস ব্যবহার করা যায় একটু চোখ বুলিয়ে নিন না।

আনারস ও কোকোনাট মিল্ক মাস্ক
উপাদান: ১. ফ্রেস আনারসের স্লাইস চার টুকরা, ২. কোকোনাট মিল্ক দুই চামচ।

প্রণালী: এই দুই উপাদান খুব ভালভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

ব্যবহার: আগে ভালোমতো মুখ পরিস্কার করে নিন যেন মুখে কোনো ক্রিম লোশন লেগে না থাকে। তারপর মুখ ও ঘাড়ে পেস্টটি লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর গরম পানিতে পাতলা নরম সুতি কাপড় ভিজিয়ে আস্তে আস্তে মাস্কটি তুলে ফেলুন। পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এই মাস্ক ত্বক উজ্জ্বল করবে ও লাবণ্য ফিরিয়ে আনবে।

আনারস, মধু ও ডিমের ফেসমাস্ক
উপাদান: ১. ফ্রেস আনারস কয়েক টুকরা। ২. একটি ডিমের সাদা অংশ। ৩. এক টেবিল চামচ মধু।

প্রণালী: ডিমের সাদা অংশ মধু ও আনারস একসাথে ব্লেন্ড করে নিন। তারপর চোখের আশপাশ বাদে মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করুন। এই সময় কথা বলা থেকে বিরত থাকুন। কুসুম গরম পানি দিয়ে মাস্ক তুলে ফেলুন। এবং ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এই মাস্ক আপনার ত্বকের এন্টি-রিংকেল দূর করবে ও রোদে পোড়া দাগ দূর করবে।

আনারস, পেঁপে ও মধুর ফেস্মাস্ক
উপাদান: ১. পাকা পেঁপে কয়েক টুকরা। ২. মধু ১ টেবিল চামচ। ৩. টাটকা আনারস কয়েক টুকরা।

প্রণালী: আনারস, মধু ও পেঁপে। সব উপকরণ এক সাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। চোখের আশপাশ বাদে সারা মুখে লাগিয়ে ৫-১০ মিনিট অপেক্ষা করুন। এই সময় চেষ্টা করুন শুয়ে থাকতে। তারপর গরমপানি দিয়ে মাস্ক তুলুন এবং পরে ঠাণ্ডা পানি দিতে ভালো করে মুখ ধুয়ে নিন। এবং পাতলা তোয়ালে দিয়ে হালকা ভাবে চেপে চেপে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এই মাস্ক আপনার ত্বকের ময়েশ্চার ঠিক রেখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

আনারস ও মধুর ফেসমাস্ক
উপাদান: ১. আনারস কয়েক টুকরা। ২.অলিভ অয়েল ৩ টেবিল চামচ।৩. মধু ১ টেবিল চামচ।

প্রণালী: আনারস, মধু ও অলিভ অয়েল এক সাথে নিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিন। আনারস যেন দানাদানা না থাকে। এবার এই মাস্ক চোখের অংশ বাদে মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পাতলা কাপড় বা নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এই মাস্ক আপনার ত্বককে ভেতর থেকে আদ্র ও কমন রাখবে

এই মাস্ক আপনার ত্বকের ন্যাচারাল গ্লো বাড়িয়ে ত্বক হেলদি রাখবে। এবং রোদে পোড়া ভাব কমিয় দেবে।

পাঠকের মতামত

Comments are closed.