171655

জানেন সোশ্যাল মিডিয়া সাইটে কোন খাবারে কথা বলা হয়?

পৃথিবীতে এমন কিছু তথ্য আছে যে গুলি খুবই মজার মজার। আজ আপনাদের কাছে একটা মজার তথ্য দেওয়া হবে। আজকের যুগে সোশ্যাল মিডিয়ার প্রভাব আমাদের জেনারেশনে বেশ অনেকটাই। প্রায় সকলেই ফেসবুক ট্যুইটারে সময় কাটাই। কিন্তু কখনও খেয়াল করেছেন ট্যুইটারে যে পোস্ট গুলি করা হয় তাতে কোন খাবারের কথা সবথেকে বেশি করে বলা হয়?

ভাবেননি তো? কিন্তু এটা নিয়ে ভেবেছেন আটা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা প্রায় ৮০ মিলিয়ন ট্যুইটের উপর পরীক্ষা করে দেখেছেন, মানুষ যে খাবারের নাম দিয়ে টুইট করেন, তার সবথেকে বেশিটা হল কফি! হ্যাঁ, আমাদের টুইটের সিংহভাগই থাকে কফির। দ্বিতীয় স্থানে রয়েছে বিয়ার। আর তৃতীয় স্থানে রয়েছে পিজ্জা। কিন্তু এগুলো কোনওটাই পুষ্টিকর নয়। প্রথম ১০-এ থাকা একমাত্র খাবারের নামটা হল চিকেন! পড়ে কী মজা লাগলো না?

পাঠকের মতামত

Comments are closed.