171618

সাইলেন্ট ফোন খুঁজে পাবেন যেভাবে

কাজের সুবিধার্থে বা রাতে ভালো ঘুমের জন্য বাড়ি ফিরে অনেকেই ফোন সাইলেন্ট মোড অর্থাৎ রিংটোন বন্ধ করে রাখেন। তবে ফোনের যে রিংটোন বন্ধ করে রেখেছেন তা আবার অন করতেই ভুলে যান। আবার অনেক সময় ভুলেও যান ফোনটির রিংটোন বন্ধ। হাজারবার ফোন করেও এর হদিস পাচ্ছেন না। তখনই মনে পড়ে ফোনের রিংটোন বন্ধ। এমন হলেও তো বিপত্তির আর সীমা নেই। তাহলে কী করা?


১. সাইলেন্ট ফোন পেতে হলেই প্রথমে অন্য কোনও স্মার্টফোন বা কম্পিউটার থেকে গুগলে যান।


২. গুগলে সার্চ অপশনে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখে সার্চ দেন।


৩.‌ নিজের গুগল অ্যাকাউন্ট বা জি-মেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।


৪. অ্যাকাউন্টে সাইন ইন করার পরই সাইলেন্ট থাকা মোবাইলের লোকেশন দেখতে পাবেন (যদি ওই ফোনে ইন্টারনেট সক্রিয় থাকে)।


৫. এরপর গুগলে অপশন আসবে। যার মাধ্যমে আপনি ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইজ ম্যানেজারটি ‘অন’ করুন এবং রিংটোন চালু করুন।


৬. এরপরই আপনার ফোনের রিংটোন চালু হয়ে যাবেন।
সূত্র: ইয়াহু।

পাঠকের মতামত

Comments are closed.