171620

চকোলেটের মজার তথ্য!

চকোলেটপ্রেমীদের মুখে পানি আনতে চকোলেট নামটাই যথেষ্ট। চকোলেট পছন্দ করেন না এমন মানুষ হয়ত খুব কম আছেন।


১। পৃথিবীতে যে পরিমাণ ভ্যানিলা কৃত্রিম ভাবে উৎপন্ন করা হয় তার ৭৫% ব্যবহার করা হয় আইসক্রিম বানানো এবং চকোলেট এর স্বাদ বা গন্ধের জন্য।


২। আপনি জানেন কি কাশির জন্য কোডিন এর থেকে চকোলেট বেশি কার্যকরী।


৩। নেপোলিয়ন বোনাপার্টের চকোলেট খুব প্রিয় ছিল। মিলিটারি ক্যাম্পেইনিং-এর সময়গুলোতে তিনি অর্ডার দিয়ে চকোলেট এবং ওয়াইন নিজের কাছে আনিয়ে রাখতেন।


৪। বলা হয়ে থাকে যে দেশে যত বেশি চকোলেট খাওয়া হয় সে দেশে ততবেশি নোবেল বিজয়ী পাওয়া যায়।


৫। নাৎসিরা উইন্সটন চার্চিল কে হত্যা করার জন্য অনেক বার চেষ্টা করেছিল। যার মধ্যে একবার তারা একটি চকোলেট বার বিস্ফোরণ ঘটিয়ে ছিল।


৬। বিপ্লবী যুদ্ধের সময় মাঝে মাঝে সৈন্যদের চকোলেট দিয়ে তাদের বেতন বা মাইনে পরিশোধ করা হত।


৭। অ্যাযটেকরা নিজেদের মুদ্রা হিসেবে কোকো বীজ ব্যবহার করত।


৮। সর্বপ্রথম ১৮৭২ সালে ক্যাডবেরি চকোলেট বার বানিয়েছিল।


৯। আমরা তিন ধরনের চকোলেটের কথা জানি, ডার্ক চকোলেট, হোয়াইট চকোলেট এবং মিল্ক চকোলেট। আরো একধরনের চকোলেট আছে ব্লন্ড চকোলেট।


১০। একটি কোকো গাছ প্রায় ২০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে কোকো গাছ থেকে মাত্র ২৫ বছর ফল পাওয়া যায়।

পাঠকের মতামত

Comments are closed.