দর্শক বাড়ানোর অভিনব কায়দা তেলুগু চ্যানেলের

ভারতে অনেক টিভি চ্যানেলই দর্শক ধরার জন্য ভিন্ন পন্থা অবলম্বন করছে। ভারতীয় ওয়েবসাইট ‘তেলেগু ৩৬০’ তাদের অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে টিভি চ্যানেলের দর্শক জরিপ এজেন্ট ‘ব্রডকাস্ট অডিয়েন্স রেটিং কাউন্সিল (বিএআরসি)’ তেলেগুর বিভিন্ন এলাকার দর্শকদের নির্দিষ্ট চ্যানেল দেখার জন্য অর্থের বিনিময়ে এজেন্ট নিয়োগ করে তা সম্পাদন করে থাকে। তেলেগু ৩৬০ ওয়েবসাইটের খবরে অবশ্য এটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়নি যে বিএআরসি নিজেই কর্তৃপক্ষ স্থানীয় এজেন্টের মাধ্যমে বাসাবাড়িতে গিয়ে দর্শকদের নির্দিষ্ট চ্যানেল দেখার জন্য কাজ করছে কিনা।


অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায় যে বিভিন্ন এলাকায় এজেন্টের আওতায় ১৫ বা ২০ বাসাবাড়ির দর্শক থাকে। এজেন্টরা সেসব বাসাবাড়িতে গিয়ে অর্থের বিনিময়ে তাদের নির্দিষ্ট চ্যানেল দেখতে বলে এবং কর্তৃপক্ষের কাছ থেকে এ বাবদ বড় অংকের অর্থ পায়। সাধারণত খবরের চ্যানেল দেখার জন্য দর্শকদের ১ হাজার রুপি এবং বিনোদন চ্যানেল দেখার জন্য আড়াই হাজার রুপি দেওয়া হয়। যদি এজেন্টরা ৪টি খবরের চ্যানেল ও ২টি বিনোদন চ্যানেল দেখানোর ব্যবস্থা করতে পারে তাহলে তারা ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার রুপি পর্যন্ত আয় করতে পারে।  এজেন্টরা দর্শকদের টিভি চ্যানেল দেখার সময় ও অনুষ্ঠানও বলে দেন যাতে কেউ সন্দেহ করতে না পারে। এমনকি বিএআরসি ইন্ডিয়া থেকে জরিপে আসলেও দর্শকরা কোন প্রশ্নের কী উত্তর দেবে তা আগে থেকেই তাদের শিখিয়ে দেওয়া হয়। তেলেগু ৩৬০ ওয়েবসাইটে সেখানকার প্রধান প্রধান ১০টি চ্যানেলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
সূত্রঃ দ্য হুট

পাঠকের মতামত

Comments are closed.