171552

এক গ্রাফিক্স ডিজাইনার ছাত্র গল্ফ স্টিক দিয়ে তৈরি করল সাইকেল

ব্রিটেন এক ছাত্র গল্ফ স্টিক দিয়ে তৈরি করেছেন সাইকেল। এই সাইকেলটি খুবই হালকা এবং চালানোও খুব সহজ। কিংসটন ইউনিভার্সিটি লন্ডনের গ্রাফিক ডিজাইন পড়া ছাত্র ক্যালাম এই সাইকেল তৈরি করেছেন।

ক্যালাম বলেন, “আমি লক্ষ্য করেছি অনেক গল্ফ ক্লাব বন্ধ হয়ে গেছে। কিছু ক্লাবেও গেছি এবং সেখানে লোকেরা বলেছেন, গত কিছু বছরে ক্লাবের সংখ্যা কমে গেছে। এই সময়ই এখানে পড়ে থাকা গল্ফ স্টিক দিয়ে সাইকেল তৈরির কথা মাথায় আসে। এরপর আমি গল্ফের ব্যাট কেনা শুরু করি। এর মাধ্যমে সাইকেল তৈরি করতে অনেক কঠিন বিষয়ের সম্মুখিন হতে হয়। কারন এটি খুব হালকা এবং এগুলিকে ওয়েল্ডিং করে জোড়া সম্ভব হত না। আমি দেখলাম এগুলিকে ডবল ওয়েল্ডিং করে জোড়া যেতে পারে। তবে এটি করতে অনেকটাই সময় লেগেছে। সাইকেলটি তৈরি হওয়ার পর দেখা গেল এটি খুবই মজবুত এবং হাল্কাও।”

পাঠকের মতামত

Comments are closed.