171525

সাবান, ফোসওয়াশ থেকে সাবধান, স্কিন পরিস্কার করুন এই ভাবে

আমাদের মধ্যে অনেকে আছেন যাঁরা সাবান দিয়ে মুখ ধুয়ে থাকেন। কেউ নোংরা পরিস্কার করার জন্য কেউ মেকআপ তোলার জন্য সাবান ব্যবহার করে থাকেন। কিছু চেহারাতে এর খুব খারাপ প্রভাব পড়ে।

সাবানের কঠোরতা আপনার চেহারায় খারাপ প্রভাব ফেলে। এরফলে চেহারায় রুক্ষতা এসে পড়ে। চেহারায় রুক্ষতা এলে Rash বেরোতে পারে। সাবানের রুক্ষ কেমিক্যাল থেকে চেহারাকে বাঁচানো দরকার। অনেক ফেসওয়াশও আছে যেগুলি আপনার চেহারাকে রুক্ষতায় ভরিয়ে দিতে পারে। তো এবার কি করা যাবে? আমরা আপনাদের সাবান আর ফেসওয়াশ ব্যবহারের ন্যাচারাল উপায় বলছি। এই উপায় গুলি একবার করে দেখুন-

মধু-

মধু একটি প্রাকৃতিক ক্লিনিং এজেন্ট। এরফলে স্কিন সবসময় হাইড্রেট এবং ময়শ্চারাইজ থাকে। এতে চেহারার পোর্স এবং নোংরা দূর হয়। মুখে একটু জন দিয়ে হাতে মধু নিয়ে মুখে ঘষতে থাকুন। এবং ৫ মিনিট পর ধুয়ে নিন।

নারকেল তেল-

যদি আপনার মেকআপ পরিষ্কার করতে হয় তাহলে সাবান দিয়ে ধোয়ার একেবারেই দরকার নেই। আপনি নারকেল তেল দিয়ে মেকআপ একেবারেই তুলে ফেলতে পারেন। এখন আর মেকআপ রিমুভারও কেনার দরকার পড়বে না যদি আপনার কাছে নারকেল তেল থাকে। হাথে একটু নারকেল তেল নিয়ে মুখে কিছুক্ষণ ঘষতে থাকুন। তারপর গরম জলে মুখ ধুয়ে নিন।

লেবু-

লেবু মুখের নোংরা পরিস্কার করে দেয়। নিজের মুখে লেবুর রস লাগান এবঙ ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। লেবুর সঙ্গে একটু মধু মিশিয়েও লাগাতে পারেন।

দই-

একচামচ দই নিয়ে সাবানের বদলে নিজের মুখে এটা লাগিয়ে নিন। দই প্রাকৃতিক ময়শ্চারাইজার। এটা ত্বকে তরল পদার্থও প্রদান করে। এবং নোংরাও পরিষ্কার করে। মুখে ট্যান থাকলে দই খুব কার্যকরী।

অলিভ অয়েল-

এই তেল সব প্রকার স্কিনের জন্য প্রযোজ্য। এর সাহায্যে মেকআপও তোলা যায় এবং চেহারা ময়শ্চারাইজডও হয়। রাতে সোয়ার আগে মুখে অলিভ অয়েল লাগিয়ে স্কিল ক্লিন করা যায়।

পাঠকের মতামত

Comments are closed.