171519

এই বিশেষ বিষয় গুলি অফিসে আপনার স্টাইলকে করে তুলবে বিশেষ আকর্ষণিয়

কলেজ হোক বা অফিস অথবা কোনো পার্টি, সব জায়গাতেই আপনার স্টাইল আপনার ব্যক্তিগত আয়না। বেশিরভাগ সময়ই আমরা ফ্যাশন এবং বড় বড় সিদ্ধান্ত এবং পরামর্শকেই গুরুত্ব দি। কিন্তু অনেক কথার মধ্যে আসল জিনিসটিই গন্ডোগোল হয়ে পড়ে। ব্র্যান্ডেড এবং দামি কাপড় তো পরি। কিন্তু সেটা ঠিক ঠাক ফ্যাশনেবল নয়। স্টাইলিশ হেয়ারকাট করাই কিন্তু চুলে ঠিক করে চিরুনি দিই না। কিছু এমন জিনিস যা আমাদের নজরে রাখা উচিত। তা আমরা রাখতে পারি না। অ্যাট্রাক্টিভ এবং স্টাইলিশ দেখাতে ব্যার্থ হই। কিছু এমন ভুল আমরা করি যা আমাদের করা উচিত নয়। দেখুন সেগুলি কি-

সব বোতাম এবং লাগানোর জন্য নয়
সুট হোক বা জ্যাকেট, এগুল পরে খেয়াল রাখতে হবে কোটের সব বোতাম লাগানোর জন্য নয়। যখন আপনি বসে থাকবেন তখন বোতাম খুলে দিন। এবং দাঁড়ালে বোতাম লাগিয়ে দিন। তবে উপরের বোতাম আপনি চাইলে বন্ধ করতে পারেন নাও পারেন। মাঝখানের বোতাম সবসময় লাগাবেন। কিন্তু নিচের বোতাম কোনো ভাবেই লাগাবেন না। যদি দুটিই বোতাম থাকে তাহলে নিচের বোতামটি বন্ধ করবেন না। যদি জ্যাকেটে একটি বোতাম থাকে তাহলে সেটিকে লাগিয়ে রাখাই ভালো। যদি কোটে দুটি বোতাম থাকে তাহলে উপরের বোতাম লাগিয়ে রাখুন। নিচেরটা খোলা রাখুন। তিনটে বোতাম থাকলে মাঝেরটা লাগিয়ে রাখুন।

পকেট-স্কোয়ার এবং টাই ম্যাচ করুন
সবসময় পকেট-স্কোয়ার রাখুন। এটা আপনার লুককে ক্লাসিক করে দেয়। এটাকে রেখে আপনার সুটের একরকম রঙয়ের গতানুগতিকতা ভাঙবে। কাঁধ থেকে নিয়ে সুটের পকেট পর্যন্ত ৬-৮ ইঞ্চি অংশকে সাজানোর জন্য কোনো বস্তুর দরকার পরে। তাই পকেট স্কোয়ারের ব্যবহার করা হয়। পকেট-স্কোয়ার এবং টাইয়ের একে অপরের কমপ্লিমেন্ট করা উচিত। কিন্তু একই রং একেবারেই হওয়া উচিত নয়। এটা বিচার করার ক্ষমতা আপনার পরীক্ষা।

জুতোও গুরুত্বপূর্ণ
সুট পরলে জুতোর দিকে নজর দিতেই হবে। কারন জুতোর উপরই আপনার স্টাইল নির্ভর করে। আপনি জুতো ঠিক ঠাক পরলে তবেই আপনার স্টাইল ঠিকঠাক হবে। আমাদের দেশে শীতেই কোট এবং সুট পরার সময় আসে। তাই সুটের প্যান্ট ব্যবহার হয়ে যায় আগেই। কিন্তু কোট মাঝে মধ্যে বেরয়। যখন সুট পরা হয় তখন প্যান্ট পুরানো দেখতে লাগে এবং কোট নতুন। তাই কোট এবং প্যান্ট একসঙ্গে ব্যবহার করুন।

বেল্টও ম্যাচিং
যখন আপনি বেল্ট পরেন তখন এটি আপনার প্যান্ট এবং ট্রাউসারের সঙ্গে ম্যাচ করা দরকার। যদি আপনি হালকা রঙয়ের ট্রাউসার পরেন বা সুট পরেন তাহলে বেল্টের রঙও হালকা হওয়া দরকার।

পাঠকের মতামত

Comments are closed.