171535

এবার থেকে স্কিন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হবে ট্যাটু

ট্যাটু এখন প্রায় সকলেই করান। বলা যায় এখনকার ফ্যাশনে ট্যাটু খুবই গুরুত্বপূর্ণ। এরমধ্যেই ভালো খবর, ট্যাটু ইংক তৈরি করা বিজ্ঞানিরা তৈরি করে ফেলেছেন এমন একটি কালি যেটাতে স্কিন ক্যান্সেরের চিকিৎসাও হবে। স্কিন ক্যান্সেরে চিকিৎসার জন্য ভবিষ্যতে চিকিৎসকরা ট্যাটু ব্যবহার করার পরিকল্পনা করছেন। এতে অসুস্থ ব্যক্তির শরীরের পড়া দাগ লুকিয়ে রাখা যাবে।

ন্যানো পার্টিকল যুক্ত কালি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই চমকাতে থাকে এরফলে তার নিচে স্কিন লুকিয়ে পড়ে। আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা গবেষণা করে পেয়েছেন যে নন মেলানোমা স্কিন ক্যান্সারে কালির ব্যবহার করা যেতে পারে।

এতে কালারের জন্য কার্বন গ্রেফাইট, ইন্ডিয়া ইঙ্ক বা ফ্লুরোসেন্ট ডাই ব্যবহার করা যেতে পারে। এই রঙ স্থায়ীভাবে স্কিনের রঙ বদলে দেয়। যদি কেউ পরে এটা সরিয়ে দিতে চায় তাহলে তাকে সার্জারি করতে হবে।

পাঠকের মতামত

Comments are closed.