171538

আপনার প্রাণ নিতে পারে ডিও এবং পারফিউমের যথেচ্ছ ব্যবহার

বর্তমান দিনে সবাই রোজ ডিও ব্যবহার করে। তবে বেশিরভাগ লোক এটা ব্যবহার করে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য। এবং সুগন্ধের জন্য এর ব্যবহার করে।

রোজ টেলিভিশনে কোনো না কোনো ডিওর বিজ্ঞাপন দেয়। যেটা দেখে যেটা দেখে আমরাও নিজেদের রোজকার জীবনে ডিও এবং পারফিউম ব্যবহার করতে ভুলি না।

রোজ ত্বকের উপর ডিও ব্যবহার করা আমাদের স্কিনের জন্য ঘাতকও। কারন অনেক গবেষণায় দেখা গেছে শরীর থেকে ঘাম বেরনো খুবই দরকার। কিন্তু ডিও এবং পারফিউম এতে অবোরোধ তৈরি করে। শরীরে অনেক সমস্যার জন্ম দেয়।

আসুন দেখে নি ডিও কিভাবে আমাদের শরীরের ক্ষতি করে।

ঘাম বেরতে বাধা প্রাপ্ত হয়:

একটি রিসার্চে দেখা গেছে ঘাম কম করার জন্য তৈরি করা নানা সুগন্ধ যুক্ত পদার্থ ঘান বেরনোর প্রক্রিয়তে বাদা দেয়। এরফলে শরীরে আর্সেনিক, ক্যাডমিয়াম, লিড এবং পারদের মত পদার্থ একত্রিত হয়। ঘামের দূর্গন্ধ দূর করার জন্যে ব্যবহার করা পারফি্উম বা ডিও ঘামের গ্ল্যান্ডকে প্রভাবিত করে। এবং শরীরের টক্সিফিকেশনের সাধারন প্রক্রিয়াতেও খারাপ প্রভাব ফেলে।

ত্বকের জন্য ক্ষতিকারক:

ডিও বা পারফিউমে হানিকারক কেমিক্যাল থাকে যা ত্বকের ক্ষতি করে। এই কেমিক্যাল গুলি ত্বকে জ্বালার সৃষ্টি করে। রোজ ডিও বা পারফিউমের ব্যবহারে খুজলি বা অ্যালার্জি হতে পারে। এর সঙ্গে এতে থাকা টক্সিন সেন্ট্রাল নার্ভস সিস্টেমকে প্রভাবিত করে। অনেকবার ডিও এবং পারফিউমের ব্যবহারে ত্বকে ঘা এবং অন্য রকম চিহ্ন তৈরি হয় যাতে ব্যকটেরিয়ার জন্ম হতে পারে।

হরমোন হতে পারে ভারসাম্যহীন

ডিও এবং পারফিউম ব্যবহারের ফলে কিছু কেমিক্যাল শরীর খারাপ করে হরমনে ভারসাম্যহীনাত তৈরি করতে পারে। আর হরমোনাল ইমব্যালেন্সের প্রভাব শুধু আপনার শরীরে নয় সৌন্দর্যেও প্রভাব ফেলে। এছাড়া মহিলাদের ডিও ব্যবহারের ফলে পিরিয়েডেও সমস্যা দেখা দিতে পারে।

শ্বাস সম্পর্কিত সমস্যা

ডিও বা পারফিউমে থাকা কেমিক্যাল আপনাকে আল্জ্হেইমের দিতে পারে। এছাড়া শ্বাস সম্মন্ধি সমস্যার জন্ম দিতে এই কেমিক্যাল সাহায্য করতে পারে। অত্যধিক চড়া গন্ধ যুক্ত হওয়ার কারনে নাক ক্ষতিগ্রস্ত হতে পারে। এরফলে আপনার শ্বাস সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে।

পাঠকের মতামত

Comments are closed.