171516

শাহরুখ খান পেতে চলেছেন নতুন ডক্টরেট ডিগ্রি

শাহরুখ খান নিজের জীবনে অনেক গুলি ডক্টরেট পেয়েছেন। এই সম্মানটি তাঁর জীবনের অন্যতম সাফল্য। আর এই ডক্টরেটটা যদি হায়দ্রাবাদ থেকে হয় তাহলে সেটা আরও বেশি স্পেশাল হতে বাধ্য এই অভিনেতার কাছে। হায়দ্রাবাদ সবসময়ই এসআরকের কাছে একটি স্পেশাল শহর, কারন তাঁর মা ছিলেন এই শহরের। এই মুহর্তটি খুবই আবেগ প্রবণ এবং যখন সবথেকে বড় ডিগ্রিটি পাওয়া যায় এই শহর থেকেই।

খবর এটাই যে অভিনেতা এই সর্বোচ্চ ডিগ্রি পেতে চলেছেন মৌলনা আজাদ ন্যাশানাল উর্দু ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে। ২৬ ডিসেম্বর অর্থাৎ আজ এই অনুষ্ঠানটি হতে চলেছে হায়দ্রাবাদ শহরেই।

এই অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনিই বলিউডের বাদশাকে ডক্টরেট ডিগ্রিটি দিয়ে সম্মানিত করবেন। এই অনুষ্ঠানটি হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এটি অবস্থিত হায়দ্রাবাদ শহরের গাচিবাউলি এলাকাতে। ডক্টরেট সম্মান দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন উৎসবে। এসআরকের পরবর্তি ছবির শ্যুটিং এখন চলছে। তার মাঝেই তিনি হায়দ্রাবাদে উড়ে আসবেন আজই।

আগামী ২৫ জানুয়ারি শাহরুখের নতুন সিনেমা রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় “রইস”-এর মুক্তির অপেক্ষাতে আছেন। সিনেমাটির শ্যুটিং এখন প্রায় শেষ পর্যায়ে। এসআরকে টুইট করে জানিয়েছেন সিনেমাটির শ্যুটিং শেষ হচ্ছে। “রইস”- এর শ্যুটিং অনেকবার বন্ধ হয়েছে শাহরুখের পায়ে চোটের কারনে। এখন সবাই খুশি এর শ্যুটিং প্রায় শেষ হতে চলেছে বলে। কিন্তু সেলিব্রেশনের সময় এখনও আসেনি। ২০১৭-র জানুয়ারির শেষের দিকে বোঝা যাবে বক্স অফিস রিপোর্ট কেমন। তারপরই সেলিব্রেশন।

পাঠকের মতামত

Comments are closed.