171541

আপনার জীবনের সঙ্গে জড়িত ১০ টি Fact, যা আপনার ঘুম উড়িয়ে দিতে বাধ্য

সাইন্স এখন আপনার জীবনে কিভাবে উপস্থিত তা আপনি বুঝতেই পারছেন না। আপনার জানা উচিত যে সমস্ত ছোট ছোট কাজ, সিদ্ধান্ত এমনকি আপনার আবেগও সায়েন্টিফিক প্রোসেসের ফল। আপনার শরীরে, বিশেষ করে মাথায় সব সময় এমন কিছু রাসায়নিক প্রক্রিয়া হতে থাকে যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে প্রভাব ফেলতে পারে।

আজ আমরা আপনাকে এমন কিছু সায়েন্টিফিক ফ্যাকট বলতে চলেছি যা আপনাকে অবাক করবে।

১. আপনি কি জানেন পুরুষ কোনো মহিলার সঙ্গে দেখা করার মাত্র ৩ দিনে প্রেমে পড়ে যান। উল্টো দিকে মহিলা এরকম কোনো সিদ্ধান্ত নিতে ১৪ দিন লাগিয়ে দেন।

২. প্রেম করা কাপলস যত বেশি ম,য় একসঙ্গে কাটান তাদের তত কম ‘I Love You’ বলার দরকার পড়ে।

৩. বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন যে, ভোরে ৩-৪ টার সময় মানুষের শরীর সবথেকে কমজোরি হয়। তথ্য বলছে দিনের ২৪ ঘন্টার মধ্যে ওই সময়েই মানুষ বেশি মারা যান।

৪. যে ফোন কল বা টেক্সটের আপনার আশা করছিলেন না সেটা যদি পান তাহলে আপনার আনন্দ বেড়ে যায়। বিষয়টি আপনার মুডকে খুশি করে এবং আপনার স্টেট অফ মাইন্ডকেও পসিটিভ করে দেয়।

৫. কারুর সঙ্গে ২০ সেকেন্ড হাগ করলে শরীরে অক্সিটোসিন রিলিজ হয়। এটার দ্বারা বোঝা যায় আপনি আগামী দিনে সেই ব্যক্তিকে কতটা ভরষা করবেন।

৬. কিছু লোক জীবনে প্রেম করতে ভয় পান। তাঁরা জানেন না তাঁরা ফেলো ফোবিয়াতে ভুগছেন।

৭. কখনও কখনও কিছু দেখে বা কিছু অনুভব করে আপনার মনে হয় এটা আপনার সঙ্গে আগেও হয়েছে। এরকম কিছু সময়কে “Deja Vu” বলা হয়। হয়তো আপনার জান নেই এর এককদম উল্টোও আছে যার নাম “Jamais Vu।” এটা এমন একটা বিষয় যা আপনি রোজ দেখেন কিন্তু তার বিষয়ে কিছু মনে থাকে না।

৮. অনেক লোক পড়ার সময় গান শুনতে পছন্দ করেন। বৈজ্ঞানিকরা মনে করেন পড়ার সময় গান শোনা লাভজনক নয়। কারন সেই সময় মানুষের লক্ষ্য সেই গানের দিকেই চলে যায়।

৯. কখনও আপনার মনে হয় আপনি পড়ে যাচ্ছেন। এবং ঘুম ভেঙে যায়। একে সায়েন্সের ভাষায় হাইপনিক জার্ক বলে। এটা খুবই সাধারন বিষয়।

১০. আপনার যেদিন মৃত্যু হবে ঠিক সেই দিন আপনার মত সারা পৃথিবীতে ১,৫৯,৬৩৫ জনের মৃত্যু হবে।

পাঠকের মতামত

Comments are closed.