267552

নিমিষেই গিট বা জয়েন্টের ব্যথা দূর করবে ডিমের খোসা! জানুন পদ্ধতি

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহে নানা রকম সমস্যা দেখা দেয়। এমন সব রোগও দেহে বাসা বাঁধে যা আগে কখনোই ছিল না। তেমনি বয়স বাড়ার সঙ্গে দেখে দেয় শরীরের নানা জায়গায় ব্যথার সমস্যা। বিশেষ করে গিটে বা জয়েন্টের ব্যথায় অনেকেই ভুগে থাকেন।
অনেকেই এর থেকে পরিত্রাণ পেতে নানা রকম ওষুধ সেবন করে থাকেন। তবে জানেন কি, ফেলে দেয়া ডিমের খোসাতেই আপনার এই কঠিন সমস্যার সমাধান রয়েছে। হ্যাঁ, ডিমের খোসা ব্যবহারে নিমিষেই গিট বসা জয়েন্টের ব্যথা গায়েব হয়ে যাবে। চলুন জেনে নেয়া যাক পদ্ধতিটি-

গিটের ব্যথা বা জয়েন্ট পেইন কমাতে ডিমের খোসা অব্যর্থ! একটি পাত্রে অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে একটা গোটা ডিমের খোসা ভালো করে গুঁড়া করে মিশিয়ে নিন। এই মিশ্রণ অন্তত ২ থেকে ৩ দিন রেখে দিলে দেখবেন ডিমের খোসাগুলো ভিনেগারের সঙ্গে একেবারে মিশে গেছে। এই মিশ্রণ দিয়ে ব্যথার জায়গায় আলতো করে মালিশ করুন। ডিমের খোসায় থাকে কোলাজেন, গ্লুকোসামিন, হায়ালুরোনিক অ্যাসিড যা ভিনেগারের সঙ্গে মিশে ব্যথা কমাতে সাহায্য করে।

পাঠকের মতামত

Comments are closed.