275532

পশ্চিমারা কিন্তু সুযোগ কাজে লাগাবে বলে, রাশিয়ার হুশিয়ারি

জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে রাশিয়াকে বের করে দেওয়ার জন্য বৃহস্পতিবার ভোটাভুটি করতে যাচ্ছে জাতিসংঘ।ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে অবস্থিত বুচার নৃশংসতার চিত্র সামনে আসার পরই রাশিয়ার মানবাধিকার কমিশনের সদস্য পদ কেড়ে নেওয়ার জন্য দাবি ওঠেছে।  যুক্তরাষ্ট্রের অনুরোধে এ ভোট হবে। 

মানবাধিকার কমিশনে রয়েছে ৪৭টি দেশ। এই দেশগুলোর দুই-তৃতীয়াংশ যদি রাশিয়ার বিপক্ষে ভোট দেয় তাহলে তারা সদস্যপদ হারাবে।  সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ভোটাভুটির আগে একটি বিবৃতি ও চিঠি দিয়েছে রাশিয়া। 

তারা হুশিয়ারি দিয়েছে, যারা রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ভোট দেবে তাদেরকে অবন্ধু হিসেবে বিবেচিত করবে রাশিয়া। 

তাছাড়া জাতিসংঘ মিশনে রাশিয়ার প্রধান গেনেডি গাদিলভ হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি এ প্রস্তাব গৃহীত হয় তাহলে পশ্চিমারা অন্যদের ওপরও একই জিনিস চাপিয়ে দেবে।  মানবাধিকারের যে বিষয়গুলো তাদের পক্ষে যায়, তাদের স্বার্থ রক্ষা করে সেগুলো সেগুলো চাপিয়ে দেবে।  তিনি বুঝিয়েছেন পশ্চিমারা পরবর্তীতের এটির সুযোগ কাজে লাগাবে। 

তাছাড়া মানবাধিকার কমিশন থেকে রাশিয়াকে বের করে দিলে এটির গ্রহণযোগ্যতাই আর থাকবে না বলে জানিয়েছেন গেনেডি গাদিলভ। 

সূত্র: বিবিসি

 

পাঠকের মতামত

Comments are closed.