275530

ন্যাটো জোটের কাছে ইউক্রেন শুধু ‘অস্ত্র অস্ত্র আর অস্ত্র’ চায়

বেলজিয়ামের ব্রাসেলসে বৃহস্পতিবার আলোচনায় বসেছেন ন্যাটো ও জি সেভেন জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।  তাদের লক্ষ্য কিভাবে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়া যায় এবং ইউক্রেনকে সহায়তা করা যায়।  এই আলোচনায় যোগ দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। 

তিনি এ বৈঠকে কি দাবি করবেন? কি উদ্দেশ্য নিয়ে এসেছেন? কি নিয়ে আলোচনা করবেন।  এমন প্রশ্নের জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, তার আলোচনার বিষয় হলো অস্ত্র অস্ত্র আর অস্ত্র। 

তিনি জানিয়েছেন, ইউক্রেন শুধু অস্ত্র চায়। তার দাবি, পুতিনকে থামাতে ইউক্রেনের অস্ত্রের প্রয়োজন।  যুদ্ধের ব্যাপ্তি কমাতে অস্ত্রের প্রয়োজন।

দিমিত্রো কুলেবা বলেন, ইউক্রেনের সেনাবাহিনী ও সাধারণ জনগণ দেখিয়েছে, আমরা কিভাবে লড়াই করতে পারি।  আমরা জানি কিভাবে জয় পেতে পারি। 

তিনি আরও বলেন, আমরা আরও যত অস্ত্র পাব, যত দ্রুত এগুলো পাব।  তাহলে আরও অনেকগুলো জীবন বেঁচে যাবে। অনেকগুলো শহর ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে যাবে। আর আমরা আর কোনো বুচা দেখব না। 

সূত্র: সিএনএন

 

 

পাঠকের মতামত

Comments are closed.