274880

মেসি পিএসজিতে যোগ দেওয়ায়, জর্ডনের এখন পৌষ মাস

আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে চলতি মাসেই প্যারিসের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন। মেসি পিএসজিতে যোগ দেওয়ার ফলে কপাল খুলেছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা মাইকেল জর্ডনের।  মেসি পিএসজিতে যাওয়ায় লাখ লাখ ডলার আয় করছেন জর্ডন।

পিএসজির জার্সি, অনুশীলন কিটসসহ সবকিছুতেই ‘জাম্পম্যান’ লোগো থাকে, যা জর্ডনের ফ্যাশন সংস্থা ‘এয়ার জর্ডান’র।  যদিও পিএসজির জার্সি তৈরি করে নাইকি, কিন্তু ক্লাবের কিট বিক্রি হয় জর্ডনের সংস্থার মাধ্যমেই।  নেইমার যোগ দেওয়ার পর ২০১৯ সাল থেকেই পিএসজি-জর্ডন সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।  মেসি আসায় আরও জোড়াল হলো সেই সম্পর্ক।

জানা যায়, পিএসজির জার্সি বিক্রি থেকে জর্ডনের সংস্থা ৫ শতাংশ লাভ পায়।  পিএসজির দোকানে এখন মেসির জার্সি বিক্রি হচ্ছে ১৬২ ডলারে।  আর্জেন্টিনার একটি জনপ্রিয় ওয়েবসাইটের দাবি, মেসির জার্সি বিক্রি করে গত কয়েক দিনে ৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৯৫ কোটি ৯ লাখ ৫১ হাজার ২৩০টাকা) কামিয়েছেন জর্ডন।

সূত্র: আনন্দবাজার পত্রিকাি

 

 

পাঠকের মতামত

Comments are closed.