272724

হতাশার সঙ্গে প্রত্যাশাও রয়েছে আফিফের

তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।  শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।  নেতৃত্ব বদলেছে ঠিকই কিন্তু বদলায়নি ফলাফল।  হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার ৬৬ রানে হেরেছে বাংলাদেশ।  কিউইদের দেয়া ২১০ রানের লক্ষ্য টপকাতে গিয়ে ব্যর্থ হয়েছে অভিজ্ঞরা।  তবে এই ছাপ কিছুটা হলেও সামলেছেন তরুণ আফিফ হোসেন আর সাইফউদ্দিন।

দলের বাকিরা যখন আসা-যাওয়ার খেলায় মেতে ওঠে তখন ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলা আফিফের আফসোসটা বেশিই হবার কথা।  ম্যাচ শেষে জানালেন, এই মাঠে ব্যাটিংটা আরও ভালো করতে পারতাম আমরা।

মাঠ যেহেতু ছোট ছিল,  এধরনের স্কোর অবশ্যই তাড়া করা সম্ভব ছিল বলে আমার মনে হয়।  আমাদের “ব্যাক টু ব্যাক” উইকেটগুলো না পড়লে হয়তো এই রান আমরা তাড়া করতে পারতাম।

ইশ সোধি টি-টোয়েন্টিতে এসেই বাজিমাৎ করেছে।  ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেয় ৪টি উইকেট।  আফিফের মতে, তার ওভারগুলো বাদ দিয়ে খেললে এমনটা নাও হতে পারত।

‘সোধি পরপর উইকেটগুলো পাওয়ায় আমার পরিকল্পনা ছিল, তাকে বাদ দিয়ে অন্য বোলারদের টার্গেট করা।  ওর ওভারগুলো আমাদের জন্য ব্যাক ফুটে যাওয়ার মতো ওভার ছিল।’

তবে নিজের ব্যাটিং আর অভিষিক্তদের নাসুম আহমেদকে কিংবা নাঈম শেখকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে আফিফ।

“বেশ কয়েকটা ওভার ব্যাটিং করতে পেরেছি।  যেগুলো আমি আশা করি সামনের ম্যাচগুলোয় সাহায্য করবে।  আমাদের শুরুটাও বেশ ভালো হয়েছিল। নাঈম শেখ ভালো একটা শুরু করেছিল।  তাছাড়া অভিষেক হয়েছে দুজনের। নাসুম খুব ভালো বল করেছে।  বেশ কিছু ইতিবাচক ব্যাপার ছিল ম্যাচে। যেগুলো আশা করি সামনের ম্যাচে আমাদের সাহায্য করবে।”

পাঠকের মতামত

Comments are closed.