272722

আনুমানিক প্রায় ৩০ ফুট উঁচু খেজুরগাছে উঠে নামাজ আদায়

রাজশাহীর তানোর উপজেলায় ৩০ ফুট উঁচু খেজুরগাছের মাথায় উঠে নামাজ আদায় করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন আব্দুর রহিম (২৮) নামের এক যুবক।  সোমবার বিকেলে উপজেলার কুঠিপাড়া গ্রামে ওই যুবক নামাজ আদায় করেন।

নামাজপড়া শেষে বাংলাদেশের জাতীয় পতাকা গাছে উঁচিয়ে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি।  রহিমের নামাজ আদায়ের সময় এলাকার শত শত মানুষ দাঁড়িয়ে এ দৃশ্য দেখেন।  আব্দুর রহিম মোহনপুর উপজেলার মৌগাছি গ্রামের বাসিন্দা।

জানা যায়, আব্দুর রহিম নামাজ আদায় ছাড়াও উপস্থিত লোকজনের উদ্দেশে কিছু কথাও বলেন।  এর পর শারীরিক কিছু কসরত দেখিয়ে গাছ থেকে নেমে পড়েন।

এভাবে খেজুরগাছের ওপর উঠে নামাজ আদায়ের বিষয়ে জানতে চাইলে রাজশাহীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. সাখাওয়াত হোসাইন বলেন, এটা বিশেষ পাগলামি ছাড়া আর কিছুই নয়।  খেজুরগাছে উঠে নামাজ আদায়ের কোনো দৃষ্টান্ত বা এর বিশেষ ফজিলতের কথা ইসলামের কোনো বিধিবিধানে নেই।

পাঠকের মতামত

Comments are closed.