272720

প্রায় আড়াই হাজার বছর আগের ‘তাওরাত’ উদ্ধার

তুরস্কে প্রায় আড়াই হাজার বছর আগের একটি ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ ‘তাওরাত’ উদ্ধার করা হয়েছে।  দেশটির পুলিশ চোরাচালানকারীদের কাছ থেকে এ গ্রন্থ উদ্ধার করেছে।

পার্সটুডের খবরে বলা হয়, তুরস্কের উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশের পুলিশ এ বিষয়ে জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্র কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করছে।  এমন খবর পেয়ে তারা ওই চক্রকে ধরতে অভিযান শুরু করে।  অভিযানের এক পর্যায়ে প্রদেশের জানিক শহরের উপকণ্ঠে দু’টি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয়।  এ সময় একটি গাড়ি থেকে প্রায় ২,৫০০ বছর আগের ঐশী গ্রন্থ তাওরাতের একটি কপি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১৯ পৃষ্ঠার গ্রন্থটি একটি চামড়ার বাক্সে আটকানো ছিল।  ঐতিহাসিক এই ঐশী গ্রন্থ চোরাচালানের দায়ে এ পর্যন্ত পাঁচ জনকে আটকের কথা জানিয়েছে তুরস্কের পুলিশ।

হজরত মূসা (আ.)-এর ওপর তাওরাত নাজিল হয়েছিল।  বনি ইসরাইল জাতির মধ্যে এই তাওরাতের বাণী প্রচারণ করেন তিনি।  তবে ইহুদি পুরোহিতরা পরবর্তীতে এই ঐশী গ্রন্থের বাণীকে পরিবর্তন করে ফেলে।

পাঠকের মতামত

Comments are closed.