272587

রাজস্থান রয়্যালস বাংলাদেশে ক্রিকেট একাডেমী করতে আগ্রহী!

হুট করেই মিরপুরের হোম অব ক্রিকেটে হাজির আইপিএল অন্যতম ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত ভাট ঠাকুরসহ মোট ৩ সদস্যের দল।

এসেই তারা শের ই বাংলা স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ঘুরে ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও।  কিন্তু তারা হঠাৎ  বাংলাদেশে কেন?

মাঠ পরিদর্শন শেষে রঞ্জিত ভাট গণমাধ্যমকে  জানিয়েছেন, নতুন ক্রিকেটার খুঁজে বের করার উদ্দেশ্যে বাংলাদেশে একটি একাডেমী তৈরি করতে চায় তারা।  এছাড়াও রাজস্থান রয়্যালসের সমর্থন বাড়ানোর জন্য বিসিবির শরণাপন্ন হওয়া।

‘বাংলাদেশে আমরা একটি ক্রিকেট একাডেমি করতে চাই, যার নাম হবে রয়্যালস ক্রিকেট একাডেমি।  এটি এখনো চিন্তাভাবনার পর্যায়ে আছে।  তবে আমরা পরিকল্পনার বাস্তবায়ন দ্রুততম সময়ে করতে চাই।’

আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলানোর জন্য দলে নিয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে।  ভিত্তিমূল্য এক কোটি রুপিতেই টাইগার পেসারকে পেয়ে যায় দলটি।

তবে মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে রয়েছে শঙ্কা, একই সময়ে শ্রীলঙ্কা সফর থাকায়।

এ নিয়ে রঞ্জিত ভাট জানান, ‘আমি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান হওয়াতে গর্ববোধ করি।  আমি নাফিসকে (নাফিস ইকবাল) নিয়েছি, মুস্তাফিজকে নিয়েছি।  আশা করি সে আমাদের হয়ে খেলবে, যদিও তার দেশের দায়িত্ব আগে, এরপর রাজস্থান রয়্যালস।’

 

পাঠকের মতামত

Comments are closed.