271661

ইতিহাসের বিরল রাত আজ, দেখা মিলবে শনি ও বৃহস্পতি

বছরের দীর্ঘতম রাত আজ। এ দিন সন্ধ্যায় কয়েকশ’ বছর পর আবার উজ্জ্বল দুই গ্রহ বৃহস্পতি ও শনিকে একসঙ্গে দেখা যাবে। এ মহাজাগতিক ঘটনা ‘দ্য গ্রেট কনজাংশন অব ২০২০’ নামে পরিচিতি।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, প্রায় ৮০০ বছর আগে বৃহস্পতি ও শনিকে এত কাছাকাছি আসতে দেখা গিয়েছিল। তার পরে ৪০০ বছর পরে একবার কাছে এলেও তা পৃথিবী থেকে দেখা যায়নি। তবে সোমবার রাতে বিরল এ দৃশ্যের দেখা মিলবে।

উৎসাহী ব্যক্তিরা আরো আগে থেকেই রাতের আকাশে চোখ রেখেছেন। গত ১৫ ডিসেম্বর থেকে সূর্য ডোবার পর থেকেই পশ্চিম আকাশে দুটি গ্রহ কাছাকাছি চলে আসার ইঙ্গিত মিলেছে।

শনি ও বৃহস্পতির সঙ্গে পৃথিবী যদি পুরোপুরি একই সরলরেখায় অবস্থান না করে তাহলে শনি-বৃহস্পতির পেছনে পুরোপুরি ঢাকা পড়ে না। এবারেও তা হবে না। বরং, শনি ও বৃহস্পতিকে ঠিক গায়ে গায়ে লেগে থাকতে দেখা যাবে। এমনটি শেষবার মানুষ দেখেছিল ১২২৬ সালের ৫ মার্চে।

পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে পরিষ্কারভাবে দেখা মিলবে এ দৃশ্যের। ভবিষ্যতে ২০৮০ সালের ১৫ মার্চের আগে এধরণের ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ পাওয়া যাবে না।

পাঠকের মতামত

Comments are closed.