271487

ফেসবুকের কারণে বিরক্ত দীঘি

বাংলা চলচ্চিত্রে হঠাৎ আলোচনায় আসা নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজে ফিরেই একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। সম্প্রতি এই প্ল্যাটফর্মে পরিপূর্ণ নায়িকা হিসেবে আবির্ভূত হয়েছেন দীঘি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে একটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে।

জনপ্রিয় এ অভিনেত্রী সিনেমার পাশাপাশি যোগাযোগ মাধ্যমেও ভালো একটিভ। বিশেষ করে টিকটক ভিডিও করে বেশ আলোচনায় আছেন তিনি। তবে এরই মধ্যে বিড়ম্বনায় পড়েছেন দীঘি। ফেসবুকে তার নামে একাধিক পেজ দেখা যাচ্ছে। যার মধ্যে একটির ফলোয়ার সংখ্যা ২৭ লাখেরও বেশি। আর আরেকটিতে ১ লাখ ৭৬ হাজারের বেশি।

প্রার্থনা ফারদিন দীঘির নামে এসব ফেক পেজ থেকে বিভিন্ন সময় বিভ্রান্তিকর পোস্ট করা হয়। যাতে বেশ বিরক্ত এ অভিনেত্রী। এসব পেজ বন্ধে শিগগির উদ্যোগ নেবেন তিনি।

দীঘি বলেন, অনকেই আমার নামে ভুয়া ফেসবুক পেজ খুলেছেন। সেগুলোর কর্মকাণ্ডে আমি বেশ বিরক্ত এবং বিব্রত। এতে আমার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমি পেজগুলো বন্ধের উদ্যোগ নেব, প্রয়োজন হলে আইনের সাহায্যও নেবো।

শিশুশিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দীঘি। তার অভিনীত ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একাধিক ছবি ব্যবসা সফল হয়। বলা যায় সে সময়টাতে তাকে ঘিরেই বেশ কয়েকটি ছবির কাহিনী তৈরি করা হয়েছিল। কিন্তু একটা সময়ে এসে চলচ্চিত্রে দীর্ঘ বিরতি দেয় দীঘি।

এবার সে বিরতি ভেঙে আবার ক্যামেরার মুখোমুখি হলো দীঘি। শাপলা মিডিয়ার ব্যানারে দু’টি ছবিতে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ হন তিনি। একটি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, আরেকটি ছবির নাম ‘ধামাকা’।

পাঠকের মতামত

Comments are closed.