271451

অভিনব পস্থায় নিউইয়র্কে ইয়াবা পাচারের অভিযোগে আটক ৪

রাজধানী ঢাকা থেকে অভিনব পস্থায় নিউইয়র্কে ইয়াবা পাচারের অভিযোগে চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- মো. নাহিদ পারভেজ তাহিন (৩৭), মো. মিজানুর রহমান জুয়েল (৩৮), মোহাম্মদ ইমাম হোসেন খান রাহাত (৪০) ও মোহাম্মদ রাজীব হাওলাদার (২৮) ।

খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী বলেন, রোববার খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে- এমন গোপন তথ্য পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্প্রতি কক্সবাজার থেকে এস এ পরিবহনের মাধ্যমে পার্সেল আকারে আনা ইয়াবার চালান ঢাকা থেকে সংগ্রহ করেছে বলে তারা স্বীকার করেছে। ঢাকা থেকে সংগ্রহ করা ইয়াবার চালান গত রোববার (৬ ডিসেম্বর) নিউইয়র্কে পাঠানোর উদ্দেশ্যে জিপিও-তে জমা দেয়ার বিষয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আটকরা। পরে তাদের স্বাকারোক্তি অনুযায়ী জিপিও কর্তৃপক্ষের সহযোগিতায় ইয়াবা পাচারের পার্সেলটি শনাক্ত করা হয়।

তিনি বলেন, জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে আটকদের পাঠানো পার্সেল খোলা হয়। সেই পার্সেলের মধ্যে দুটি জিন্স প্যান্ট পাওয়া যায়। প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাইয়ের ভেতরের ফাঁকা জায়গায় পলিথিনের সহায়তায় অভিনব পন্থায় প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক মেলে। এসব স্ট্রাইক থেকে দুই হাজার ৪০ ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা

পাঠকের মতামত

Comments are closed.