270869

বিদেশ সফরে যাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’

গত ২৩ অক্টোবর, শুক্রবার দেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পায় তরুণ চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’। রেড অক্টোবর ফিল্মস প্রযোজিত এই ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। বর্তমানে রাজধানীর বসুন্ধরা শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্স, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস সেন্টার, যমুনা ব্লকবাস্টার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং চট্টগ্রামের সিলভারস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

মুক্তির পর ‘ঊনপঞ্চাশ বাতাস’ দেখে দর্শকদের একটাই কথা, দারুণ একটা সিনেমা বানিয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। দর্শকের এই চাহিদার কারণে আগামীকাল শুক্রবার থেকে খুলনার লিবার্টি সিনেপ্লেক্স ও কক্সবাজারের স্বাই প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হবে ছবিটি। তার চেয়ে বড় খবর, দেশের গণ্ডি পেরিয়ে আগামী ২৮ নভেম্বর থেকে সুদূর অস্ট্রেলিয়ার কুইন্স অঙ্গরাজ্যের রাজধানী ব্রিসবেনের দুটি সিনেমা হলেও দেখানো হবে এই ছবি। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’।

এসব তথ্য নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি জানান, ‘আমাদের স্বপ্নের ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। মুক্তির প্রথমদিন থেকেই দর্শক সিনেমাটির প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার দেশের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের দুটি স্কিনে আগামী ২৮ নভেম্বর থেকে প্রদর্শিত হবে ‘ঊনপঞ্চাশ বাতাস’। সেখানে ছবিটির আয়োজক অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচার ইন ব্রিসবেন। এরপর ইউরোপের দেশগুলোতেও ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।’

নিজের সিনেমা নিয়ে ধীরে ধীরে দর্শকের কাছে পৌঁছানোর এই কৌশল অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তার জানান, গোটা দেশেই ছবিটির চাহিদা তৈরি হয়েছে। আমরা রাজি থাকলে একযোগে সারা দেশে ছবিটি রিলিজ হতো। কিন্তু সেটা করিনি। কারণ এতে অনেকের দুই নম্বরি করার রাস্তা তৈরি হয়। নিজের মেধা, শ্রম, টাকা লগ্নি করে কাউকে আমি দুই নম্বরি করতে দেবো না। তাই যেসব প্রেক্ষাগৃহ সবকিছু মিলিয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারবে, সেখানেই যাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’।’

পাঠকের মতামত

Comments are closed.