269387

বাড়ির ছাদেই হবে শিশুর খেলার মাঠ ও বাগান

ভবিষ্যত প্রজন্মরা এখন বেড়ে উঠছে চার দেয়ালের মাঝে! বিশেষ করে রাজধানীতে বসবাস করা প্রতিটি শিশুই এভাবেই বড় হচ্ছে। তাদের নেই কোনো খেলার মাঠ। পর্যাপ্ত আলো-বাতাস ও প্রকৃতি খুঁজে পাওয়া এই শহরে বড়ই দায়। সময় কাটাতে তাইতো শিশুরা হয়ে পড়ছে স্ক্রিন নির্ভর। নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস শিশু-কিশোরদের মানসিক এবং শারীরিক বিকাশে ব্যাঘাত ঘটাচ্ছে। এ কারণে শিশুকাল থেকেই অনেকেই ভুগছে চোখের সমস্যায়। আবার সারাদিন ঘরে চার দেয়ালে থাকার কারণে মুটিয়ে যাওয়ার প্রবণতাও বাড়ছে শিশুদের মধ্যে।

ভবিষ্যত প্রজন্মের সুস্থতায় ও মানসিক বিকাশের লক্ষ্যে ‘ক্লেমন’ এর উদ্যোগে চালু হলো ‘ক্লেমন চিন্তার ফ্রেশনেস’। এবার বাড়ির ছাদই হবে খেলার মাঠ, নতুন প্রজন্মের মেধায়-মননে ঘটবে বিকাশ। এমনই স্লোগান নিয়ে ও শিশুদের মেধার বিকাশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ক্লেমনের উদ্যোগে চালু হলো ‘ক্লেমন চিন্তার ফ্রেশনেস’।

উদ্যোগটি সম্পর্কে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এজিএম, ব্র্যান্ড মার্কেটিং, জনাব মাইদুল ইসলাম গণমাধ্যমমে জানান, ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে ‘ক্লেমন চিন্তার ফ্রেশনেস’ একটি অনন্য উদ্যোগ। এ কর্মসূচির আওতায় শিশু-কিশোরদের খেলাধূলা ও প্রকৃতির সান্নিধ্য পাওয়ার যে সহজাত আকাঙ্খা, তা অনেকাংশেই পূরণ হবে। এবার বাড়ির ছাদেই হবে খেলার মাঠ।

ক্লেমন কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে, বর্তমানে শহরের বেশিরভাগ শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হওয়ার প্রধান কারণ তাদের জীবন চার দেয়ালে আবদ্ধ। শিশুরা খেলার জন্য মাঠ পায় না। ছোটাছুটি-দৌড়াদৌড়ি করার জায়গা বা প্রকৃতির সান্নিধ্য পায় না। বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগও নেই। শিশুদের জীবন হয়ে উঠছে গ্যাজেট ও ইলেক্ট্রনিক্স ডিভাইস নির্ভর। যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।

শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের রিপোর্টে, শিশুদের নিয়মিত খেলাধুলা, ব্যয়াম করা ও প্রকৃতির সান্নিধ্যে বড় হওয়ার ওপর জোর দেয়া হয়েছে। অথচ দিন দিন শহরগুলোতে খেলার মাঠ সংকুচিত হয়ে পড়ায় শিশুদের ভবিষ্যৎ নিয়ে তাদের অভিভাবকরা হয়ে উঠছেন উদ্বিগ্ন। ক্লেমন বিশ্বাস করে, চিন্তার ফ্রেশনেস থাকলে, দেশ ও সমাজের জন্য অনেক কিছুই করা সম্ভব। এরই মধ্যে ক্লেমনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় ঢাকার গ্রিনরোড এলাকায় একটি বাড়ির ছাদ শিশুদের খেলার উপযোগী করে সুন্দরভাবে তৈরি করে দেয়া হয়েছে।

আপনারাও যদি এমনটি চান, তাহলে যোগাযোগ করতে পারেন ক্লেমন কর্তৃপক্ষের সঙ্গে। ক্লেমনের ফেইসবুক পেইজে f/clemoncleardrink এ জানান আপনার পরিকল্পনার কথা। আপনার চিন্তার ফ্রেশনেসকে ক্লেমন বাস্তবে রূপ দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দেবে অফুরন্ত ফ্রেশনেস। ক্লেমনের ব্যবস্থাপনায় আপনার বাড়ির ছাদ শিশুদের খেলার উপযোগী করে দেওয়া হবে। কারণ ক্লেমন বিশ্বাস করে, প্রতিটি বাড়ির ছাদ হবে এক একটি খেলার মাঠ ও বাগান।

পাঠকের মতামত

Comments are closed.