269385

দুই ভাইরাল ছবিতে বাড়ি থেকে কাজ করার বাস্তবতা

মহামারিতে বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষ তাদের ঘর থেকে অফিসের কাজ করতে হচ্ছে। তাদের অনেকে নিজেদের বাড়ির বাস্তবতা বিষয়ে কথা বলেছেন, যার সাথে বাইরের মানুষ যা দেখেন তার বিশাল ব্যবধান রয়েছে।

এনডিটিভি’র এক প্রতিবেদনে দেখা গেছে, এক বিজ্ঞানী ঘরে বসে নিজের কাজ করার বাস্তব এক ছবি প্রকাশ করেছে। আর প্রকাশ করার পরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ওই বিজ্ঞানীর নাম গ্রেটেন গোল্ডম্যান। তিনি পরিবেশগত প্রকৌশলী। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারাল জলবায়ু পরিবর্তন নেতৃত্বের ভবিষ্যতের বিষয়ে কথা বলতে সিএনএনের ভিডিওতে অংশ নেন তিনি। ওই বিজ্ঞানী তার ড্রয়িং রুম থেকে ভিডিওতে অংশ নেয়ার সময় তিনি সুন্দর একটি সোফায় বসে পিছনে পারিবারিক ছবি নিয়ে অংশ নেন।

গোল্ডম্যান টুইটারে সিএনএন- এ উপস্থিতির ছবির পাশাপাশি আরেকটি ছবি ছবি শেয়ার করেছেন। তার শেয়ার করা ছবিটিতে ছিল খেলনাগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া তিনি ব্লেজারের নীচে শর্টস পরেছিলেন। আর একটি টেবিলের উপরে রাখা চেয়ারে তার ল্যাপটপ রেখে ভিডিওতে অংশ নেন। সেই ছবি দুটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

পাঠকের মতামত

Comments are closed.