269254

ট্রাম্পের মধ্যস্থতায় বাহরাইন-ইসরায়েল সমঝোতা

সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে ‘ঐতিহাসিক শান্তি’ চুক্তিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইন। দেশ দুটি নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মতি দিয়েছে।
শুক্রবার ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে জানান, দেশ দুটি এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে। এর আগে গত মাসে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সমঝোতা হয়েছিলো। খবর বিবিসি।

গত মাসে আরব আমিরাত ও ইসরায়েল সমঝোতার পর উপসাগরীয় অঞ্চলের আরো কয়েকটি দেশ এ পথ অনুসরণ করবে বলে ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার বাহরাইন সমঝোতায় রাজি হওয়ায় চারটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিল। এর আগে উপসাগরীয় অঞ্চলের দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শুধু মিশর ও জর্ডানের কূটনৈতিক সম্পর্ক ছিল।

শুক্রবার ডোনাল্ড ট্রাম্প পৃথক আরেক টুইটে মার্কিন যুক্তরাষ্ট্র, বাহরাইন ও ইসরায়েলের যৌথ বিবৃতিও প্রকাশ করেন। ট্রাম্প টুইটে জানান, মাত্র ৩০ দিনের ভেতর দু’টি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।

বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানইয়াহো বলেছেন, শান্তির জন্য এটি একটি নতুন যুগ। বহু বছর ধরে আমরা শান্তির জন্য অর্থ বিনিয়োগ করছি, এবার শান্তি আমাদের পক্ষে।

পাঠকের মতামত

Comments are closed.