268319

দুধ দিচ্ছে পাঁঠা, মানু্ষের মধ্যে কৌতূহল

মাঝেমধ্যে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে, যা অবাক হওয়ার মতোই। পাঁঠা দুধ দিচ্ছে, এমনটা কখনো দেখেছেন না শুনেছেন? ভারতের ঢোলপুর শহরে একটি পাঁঠার সন্ধান মিলেছে, যেটি নিয়মিত দুধ দেয়!
পাঁঠার মালিকের নাম রাজীব কুশাওয়া। তিনি জানান, আড়াই মাস বয়সে পাঁঠাটি কেনেন। এর ছয় মাস পরই পাঁঠাটির স্তন বাড়তে থাকে। পরে তিনি দুধ বের করার চেষ্টা করেন, সফলও হন। পাঁঠাটি এখন প্রতিদিন ২০০ থেকে ২৫০ গ্রাম দুধ দিচ্ছে।

রাজস্থান রাজ্যের ঢোলপুরের পাঁঠাটি এখন রীতিমতো খবরের শিরোনামে। কীভাবে পাঁঠা দুধ দিতে পারে, তা নিয়েই মানু্ষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। রাজীবের এক প্রতিবেশী বলেন, পাঁঠা দুধ দিচ্ছে, এর আগে এমনটা কখনো দেখিনি।

এ ধরনের ঘটনা খুবই কম ঘটে। তবে এমনটা হওয়া সম্ভব। গর্ভে ভ্রূণ অবস্থায় থাকাকালীন হরমোনজনিত কারণে পাঁঠাটি এ বিরল ক্ষমতার অধিকারী হয়েছে বলে ধারণা পশুবিশেষজ্ঞদের।

পাঠকের মতামত

Comments are closed.