268321

ত্বকের বাদামী তিল দূর করুন সহজ উপায়ে

বিভিন্ন কারণে ত্বকের নানা জায়গায় বাদামী তিল দেখা যায়। হরমনের সমস্যা, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন, কেমিকেলযুক্ত পণ্য ব্যবহার ইত্যাদি কারণে ত্বকে দেখা দিতে পারে বাদামী তিল। ত্বকে বাদামী গুড়ি তিলের সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নয়। যাদের ত্বক বেশি ফর্সা তাদের মূলত এই সমস্যা বেশি হয়ে থাকে।
এজন্য নানারকম ক্রিমও ব্যবহার করছেন অনাকে। দেখা যায় দুই একদিন ক্রিম ব্যবহার না করলেই এই সমস্যা বেড়ে যায়। আবার অনেকে ক্রিম ব্যবহার করেও কোনো সমাধান পাচ্ছেন না। দিন দিন বাড়ছে এই তিল। তবে দ্রুত ব্যবস্থা না নিলে ত্বকের দাগের মতন এটিও স্থায়ী দাগে পরিণত হতে পারে।

তবে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন এই তিল। জেনে নিন উপায়গুলো-

> প্রথমে একটি পেঁয়াজ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। পেঁয়াজের রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এই রস তুলার সাহায্যে দিনের বেলায় তিলের উপর লাগান। ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁয়াজের প্রাকৃতিক উপাদান আপনার ত্বকের তিল দূর করতে সাহায্য করবে।

>ত্বকের যেকোনো দাগ দূর করতে লেবুর রসের কোনো জুড়ি নেই। লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই ত্বকের তিল দূর করতে এটি হতে পারে একটি সহজ সমাধান। একটি লেবু রস করে নিন, তারপর তুলার সাহায্যে ত্বকে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা ২ সপ্তাহ প্রতিদিন এই প্যাক ব্যবহার করুন।

পাঠকের মতামত

Comments are closed.