268264

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত হচ্ছে না

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার বিকেলে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়।
এসপি মাশরুকুর রহমান খালেদ, এডিসি (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সদরের ইউএনও ও ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদিরসহ ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা সভায় অংশ নেন।

সভা শেষে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ডিসি সারওয়ার মুর্শেদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শোলাকিয়া ঈদগাহ ঈদের দিন বন্ধ থাকবে। সেই সঙ্গে ঈদগাহ সংলগ্ন মসজিদটিও বন্ধ থাকবে। শহরের শহীদী মসজিদ, পাগলা মসজিদসহ বিভিন্ন মসজিদের ঈদের এক বা একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদের দিন বাড়ি থেকে মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ ও টুপিসহ মাস্ক পড়ে মসজিদে নামাজ পড়তে যাবেন। এক কাতার ফাঁক রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে নামাজ পড়া হবে।

এ ছাড়া শহরের শহীদী মসজিদের সকাল ৮টা ও ৯টায় পর পর দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া পাগলা মসজিদের সকাল ৮টায় শহরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

Comments are closed.