267972

স্যানিটাইজারের ভুল ব্যবহারে অন্ধ হবার আশঙ্কা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাত জীবাণুমুক্ত রাখা জরুরি। সাবান এবং অ্যালকোহল মিশ্রিত হ্যান্ড স্যানেটাইজার এক্ষেত্রে কার্যকর। অত্যাবশ্যকীয় এই দ্রব্য এখন বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। তবে এই হ্যান্ডস্যানিটাইজার থেকে বেশ কিছু বিপদ আসতে পারে বলেও সচেতন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এমন কিছু হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, যেগুলোতে বিষাক্ত অ্যালকোহল থেকে যাচ্ছে। আর তার জেরেই সেসমস্ত হ্যান্ড স্য়ানিটাইজার মানুষকে অন্ধ করে দিতে পারে। এমন সতর্কতাই জারি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এমন বহু স্যানিটাইজার রয়েছে, যেগুলো থেকে বমি ভাব হতে পারে। তারসঙ্গে মাথার প্রবল যন্ত্রণা শুরু হতে পারে। এমনকি স্যানিটাইজার সঠিক না হলে মানুষ কোমায় চলে যেতে পারেন।

এফডিএ বলছে, যে স্যানিটাইজারের গায়ে লেখা রয়েছে যে, সেটায় ইথানল ব্যবহৃত হয়েছে, সেই স্যানিটাইজারো মিথানল বা ‘উড অ্যালকোহল’ পাওয়া গিয়েছে, যা বিপজ্জনক। এক্ষেত্রে বেশ কিছু ব্যবস্থা এফডিএর থেকে নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.