267635

ঘরে বসেই জানা যাবে কোন হাসপাতালে কয়টি সিট খালি!

চট্টগ্রামে কোন হাসপাতালে কয়টি সিট খালি, কোন হাসপাতালে মিলবে আইসিইউ, কোন হাসপাতালে গেলে মিলবে করোনা রোগীর সেবা? এসব প্রশ্নের উত্তর জানা যাবে ঘরে বসেই।

হাসপাতালগুলোর প্রয়োজনীয় সব তথ্য নিয়ে ‘হাসপাতাল তথ্য বাতায়ন’ নামে একটি অনলাইন সেবা চালু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে স্পেকট্রাম আইটি সলিউশনস লিমিটেড।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘হাসপাতাল তথ্য বাতায়ন’-এর ওয়েবসাইট www.hospitalfinder.info উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন।

হাসপাতাল তথ্য বাতায়ন উদ্বোধনের ছবি

হাসপাতাল তথ্য বাতায়ন উদ্বোধনের ছবি

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, বিভাগীয় কমিশনার এ.বি.এম আজাদ, রেঞ্জ ডি.আই.জি খন্দকার গোলাম ফারুক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শাহরিয়ার আহমেদ, ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন, এসপি রশিদুল হক, সিভিল সার্জন ডা. ফজলে রাব্বী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম, সিএমপি কমিশনার মাহবুবর রহমান প্রমুখ।

ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘হাসপাতাল তথ্য বাতায়ন’ হলো সব হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা বিষয়ক অনলাইন তথ্য ভাণ্ডার। এটি একটি সিঙ্গেল প্ল্যাটফর্ম। এখান থেকে জনগণ নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকের সেবা সম্পর্কিত তথ্য সঠিক সময়ে পাবেন।

এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম বাস্তবায়ন করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামাল উদ্দিন।

তিনি বলেন, ‘হাসপাতাল তথ্য বাতায়ন’ ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা রোগী ও সাধারণ রোগীদের চিকিৎসার পথ সুগম হবে। চট্টগ্রামবাসী এখন ঘরে বসেই নিকটস্থ হাসপাতালে সেবার খবর নিতে পারবেন।

পাঠকের মতামত

Comments are closed.