266934

প্রকাশ্যে এলো নক্ষত্রের মৃত্যুর ছবি ও বিস্ময়কর তথ্য

আকাশের নক্ষত্র খসে পড়তে কখনো দেখেছেন? কেউই দেখেননি! আসলে আমাদের ধারণা ভুল, নক্ষত্র কখনোই খসে পড়েনা। তবে তারও কিন্তু মৃত্যু আছে। এই বিষয় নিয়ে বহুদিন ধরেই একদল বিজ্ঞানী বিশদ গবেষণা করে চলেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার হাবল টেলিস্কোপের সাহায্যে নিকট দূরত্বে থাকা দুটি নীহারিকা পর্যবেক্ষণ করেছেন একদল বিজ্ঞানী। তাদের পর্যবেক্ষণে যুগান্তকারী বিষয় বেরিয়ে এলো। বিজ্ঞানীদের এই আবিষ্কার নিয়ে একটি গবেষণাপত্র গ্যালাক্সি জার্নালে প্রকাশিত হয়েছে।

যে নীহারিকা দুটি নিয়ে গবেষণা করা হয়েছে, তাদের জীবনের একদম চুড়ান্ত পর্যায়ে ছিল। হাবল টেলিস্কোপের নতুন মাল্টিওয়েব লেংথ সংযোজন নীহারিকা দুটির বিশদ এবং অপেক্ষাকৃত স্পষ্ট ছবি তুলতে সহায়তা করেছে।

গবেষণাপত্রের প্রধান লেখক রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজির জোয়েল কাস্টনার এক বিবৃতিতে বলেছেন, ছবিগুলো যখন ডাউনলোড করছিলাম নিজেকে চকলেটের দোকানে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশুর মতো মনে হচ্ছিল।

কাস্টনারের নেতৃত্বে গবেষকদল হঠাৎ লক্ষ্য করেন যে, নীহারিকা আকস্মিকভাবে স্বল্প সময়ের ব্যবধানে পৃথক হয়ে দুই অংশে পরিণত হয়ে গেছে। তাদের ধারণা এসব নীহারিকা কোর দুইটি নক্ষত্রকে ধারণ করে।

জানা গেছে, নক্ষত্র দুটি একে অপরের চারপাশে অনবরত ঘুরতে থাকে। একটা সময় পর একটি নক্ষত্র ক্রমাগত ভর হারাতে থাকে এবং অন্য নক্ষত্রটি সেই ভর শোষণ করে নেয়। নক্ষত্র দুর্বল হলে কিন্তু একেবারেই খেয়ে ফেলে।

মহাকাশের সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর বস্তু হলো নীহারিকা বা নেবুলা। নীহারিকা হচ্ছে একপ্রকার মহাজাগতিক মেঘ। এই বিশেষ মেঘ গঠিত হয় ধুলো আর গ্যাসের সংমিশ্রণে। প্রাচীন আকাশ পর্যবেক্ষকেরা আমাদের ছায়াপথ মিল্কি ওয়ের বাইরে অবস্থিত মহাকাশের সব জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুকেই নীহারিকা বলে থাকেন।

পাঠকের মতামত

Comments are closed.