266510

সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে!

সূর্যের অতিবেগুনী রশ্মী নাকি করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে, এমন গুজব অনেক আগে থেকেই! পরে অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ একাধিক বিজ্ঞানী জানিয়েছেন, এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। সূর্যের অতিবেগুনী রশ্মী করোনাকে নিষ্ক্রিয় করতে পারে না বরং এটি মানুষের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।

আবার গরম এবং বাতাসের আর্দ্রতা বাড়লে করোনার সংক্রমণের গতি কমবে, এমন ধারণাও ছিল মানুষের মুখে মুখে। পরবর্তীকালে এমন ধারণাও ভুল বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ সূর্যের আলোয় থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি আরো বেড়ে যায়!

সম্প্রতি ‘জিওগ্রাফিক্যাল অ্যানালিসিস’নামের পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন কানাডার বিজ্ঞানীরা। কানাডার ম্যাক মাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, দীর্ঘক্ষণ সূর্যের আলোয় থাকার ইচ্ছায় যারা বাইরে হবেন তাদের ক্ষেত্রে ভাইরাস সংক্রমণের আশঙ্কা আরো বাড়বে।

গবেষকদের দাবি, যেসব স্থানে তাপমাত্রা বা আর্দ্রতা অত্যন্ত বেশি, সেখানে ভাইরাসের সংক্রমণ ক্ষমতা অন্তত তিন শতাংশ কম। তবে সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়।

ম্যাক মাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ইনফ্লুয়েঞ্জা এবং সার্স-এর ক্ষেত্রে যেমন তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতার একটা প্রভাব পড়ে, কোভিড-১৯ এর ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি।

এই গবেষক দলের অন্যতম সদস্য অ্যান্তোনিয় পায়েজ জানান, স্পেনের বিভিন্ন এলাকায় বিভিন্ন তাপমাত্রা ও আর্দ্রতায় প্রায় দুই লাখ ৭০ হাজার করোনা আক্রান্তকে পর্যবেক্ষণ করার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

সূত্র: জিনিউজ

পাঠকের মতামত

Comments are closed.